দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পর্যটনশিল্পকে আবারও আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে বিনামূল্যে ৫ লাখ বিমানের টিকিট দেবে হংকং। যার মূল্য প্রায় ২ বিলিয়ন হংকং ডলার কিংবা ২৫৪.৮ মিলিয়ন ডলার।
এছাড়াও সাম্প্রতিক সময় পর্যটকদের আকর্ষণ করতে শহরটি কোভিডকালে দেওয়া বেশ কয়েকটি কঠিন নিয়মও বাদ দিয়েছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা ব্লুমবার্গ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
হংকং ট্যুরিজম বোর্ডের নির্বাহী পরিচালক ডেন চেং জানিয়েছেন, বিমানবন্দর কর্তৃপক্ষ এয়ারলাইন্স সংস্থাগুলোর সঙ্গে সবকিছুই চূড়ান্ত করা হবে। একবার সরকার ঘোষণা করলে তারা ভ্রমণকারীদের জন্য কোভিডের সব নিষেধাজ্ঞা সরিয়ে ফেলবে। এছাড়াও বিনামূল্যে বিমানের টিকিটের জন্য বিজ্ঞাপনও প্রচারণা করা হবে।
ওই প্রতিবেদনে বলা হয়, চীনের শূন্য কোভিড নীতি অনুসরণ করা হংকং পর্যটক টানতে কিছু কঠিন নিয়ম বাতিল করে। গত মাসে হংকংয়ের সরকার জানায় যে, শহরে আসা লোকদের হোটেল কোয়ারেন্টাইনে যেতে হবে না কিংবা হংকংয়ের ফ্লাইটে বোর্ডিংয়ের আগে কোভিড নেগেটিভ পরীক্ষাও দেখাতে হবে না। এই খবরে হংকং থেকে আসা ও যাওয়ার ফ্লাইটের টিকিটের জন্য পর্যটকদের ভিড় বেড়ে গেছে।
দেশটির প্রধান এয়ারলাইনগুলো তাদের ফ্লাইটের সময়সূচী মহামারির আগের অবস্থায় ফিরিয়ে আনতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। এদিকে বুধবার (৫ অক্টোবর) ব্রিটিশ এয়ারলাইন্স ভার্জিন আটলান্টিক ঘোষণা দিয়েছে যে, তারা হংকংয়ে তাদের কর্মকাণ্ড বন্ধ রাখবেন। ইউক্রেন যুদ্ধকে এর মূল কারণ হিসেবে দেখিয়েছে তারা।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।