দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভূমিকম্পের কথা মাথায় রেখেই বিশ্বের সবচেয়ে উঁচু ভবন নির্মাণ করতে চলেছে জাপান। এই ভবন আকাশচুম্বী অট্টালিকা বুর্জ খলিফাকে ছাড়িয়ে যাবে!
জলবায়ু পরিবর্তনের প্রভাব ও ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগের কারণে জাপান যে নাজুক অবস্থায় রয়েছে তা এখন সকলের জানা। ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ায় জাপান প্রায়ই ভূমিকম্প, সুনামি ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মতো ভয়াবহ দুর্যোগের সম্মুখীন হয়। এই সব কথা মাথায় রেখেই বিশ্বের সবচেয়ে উঁচু ভবন নির্মাণ করতে চলেছে জাপান।
জাপান জানিয়েছে যে, বর্তমানে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন, দুবাইয়ের ‘বুর্জ খলিফা’কেও ছাড়িয়ে যাবে জাপানের এই আকাশচুম্বী অট্টালিকা ‘স্কাই মাইল টাওয়ার’! উচ্চতার দিক হতে ‘স্কাইল মাইল টাওয়ার’ হবে দুবাইয়ের ‘বুর্জ খলিফা’র দ্বিগুণ ও প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ারের ৫ গুণ!
জানা গেছে, ২০৪৫ সালের মধ্যে নির্মাণ কাজ শেষ হতে পারে এই আকাশচুম্বী অট্টালিকার। ৫,৫৭৭ ফুট উচু স্কাই মাইল টাওয়ারকে টোকিও বে-তে একটি মিনি-সিটি হিসেবে গড়ে তোলা হচ্ছে। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘নেক্সট টোকিও’।
তথ্যমতে জানা যায়, দুবাইয়ের বুর্জ খলিফা’র উচ্চতা হলো ২৭১৬ ফুট (প্রায় অর্ধ-মাইল)। তবে জাপান জানিয়েছে যে, তাদের নির্মাণাধীন স্কাই মাইল টাওয়ার এই উচ্চতাকেও ছাড়িয়ে যাবে! ২০৪৫ সালের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে স্কাই মাইল টাওয়ারের কাজ এবং এর উচ্চতা হবে প্রায় এক মাইল! উচ্চাকাঙ্ক্ষী এই প্রজেক্টের পেছনে রয়েছেন স্থপতি কোন পেডারসন ফক্স ও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং ফার্ম লেসলি ই. রবার্টসন এসোসিয়েটস। সবচেয়ে বড় কথা হলো, তারা শুধুমাত্র একটি কাঠামোর নকশাই করছেন না, বরং এই টাওয়ার হবে এমন একটি মিনি-সিটি যা ছোটখাটো শহরের মতোই! এটি জলবায়ু পরিবর্তন মোকাবিলা করতে পারবে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।