দি ঢাকা টাইমস্ ডেস্ক॥ ক্ষুব্ধ মৌমাছির আক্রমনের শিকার হলেন চীনের সিচুয়ান প্রদেশের এক গাড়ির তিন যাত্রী। অসংখ্য মৌমাছির ঝাঁক হঠাৎ কিছু বুঝে উঠার আগেই আক্রমণ করে ঐ তিন যাত্রীকে।
চীনের রাস্তার দুজন প্রশিক্ষণার্থীকে গাড়ি চালনা প্রশিক্ষণ দিচ্ছিলেন এক ড্রাইভার। হঠাৎ প্রশিক্ষক দেখতে পান অসংখ্য মৌমাছির ঝাঁক তাদের দিকে তেড়ে আসছে, এবং তাদের গাড়িটি ঘিরে ধরছে। এসময় ঐ প্রশিক্ষক গাড়ির জানালা বন্ধ করে দেন এবং তাঁরা ভেতরেই অবস্থান করেন।
এসময় গাড়ির ভেতর থেকে গাড়ি চালক এবং দুই প্রশিক্ষণার্থী কেউ বাইরে বের হতে সাহস দেখাতে পারেননি। তাঁরা জরুরী অগ্নি নির্বাপক ইউনিটকে দ্রুত কল করেন। তাঁদের ভাগ্য ভালো ছিল কারণ দুর্ঘটনার স্থান থেকে অগ্নি নির্বাপক ইউনিটের অবস্থান কাছেই ছিল। ফলে অগ্নি নির্বাপক ইউনিট দ্রুত এসে উচ্চ শক্তির আগুন নিভানোর পাইপ থেকে নির্গত পানির প্রেসার দিয়ে ঐ মৌমাছির ঝাঁককে প্রতিহত করতে সমর্থ হয়।
সূত্রঃ মেট্রো।