দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ উচ্ছেদের নোটিশ দেওয়ায় পুলিশের ওপর ক্ষীপ্ত হয়ে মৌমাছির ঝাঁক লেলিয়ে দিয়েছেন জনৈক নারী। এমন একটি বিস্ময়কর ঘটনা ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের হ্যাম্পডেন কাউন্টির লংমেডো শহরে।
এক খবরে জানা যায়, লংমেডোতে উচ্ছেদের নোটিশ দিতে গেলে ৫৫ বছর বয়সী নারী ররি উডস ক্ষিপ্ত হয়ে পুলিশ কর্মকর্তাদের ওপর মৌমাছি ছেড়ে দেন। পুলিশের ওপর হামলার অভিযোগে তাকে গ্রেফতার করে ওই নারীকে আদালতে হাজির করে পুলিশ।
ম্যাস লাইভ জানিয়েছে যে, তবে ১২ অক্টোবর স্প্রিংফিল্ড ডিস্ট্রিক্ট আদালতে উডস নিজেকে নির্দোষ দাবি করেন। এই সময় আদালত তাকে জামিন ছাড়ায় মুক্তি দেন। তবে পরবর্তী শুনানিতে তাকে আবার আদালতে হাজির হতে বলেছে আদালত।
হ্যাম্পডেন কাউন্টি শেরিফ কার্যালয়ের এক প্রতিবেদন অনুসারে জানা যায়, ১২ অক্টোবর কর্মকর্তারা আদালতের জারি করা উচ্ছেদের নোটিশ দিতে লংমেডোতে গিয়েছিলেন। এই সময় সেখানে থাকা কয়েকজন এর প্রতিবাদ করতে শুরু করেন। এর কিছুক্ষণ পরই অন্য এলাকার এক নারী গাড়িতে করে মৌমাছি বহনকারী একটি ট্রেলার নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি ট্রেলারটি ঝাঁকাতে থাকলে এক সময় ট্রেলারটির কভার ভেঙে যায় ও শত শত মৌমাছির ঝাঁক তখন বের হয়ে আসে। ওই নারী নিজেকে রক্ষার জন্যই মৌমাছি পালনকারীদের সুরক্ষা পোশাক পরে ছিলেন। এই সময় কয়েকজন কর্মকর্তাকে মৌমাছিরা কামড়ও দেয়, যাদের মধ্যে কয়েক জনের আবার মৌমাছিতে অ্যালার্জি রয়েছে। পরে তাকে গ্রেফতার করা হয়।
হ্যাম্পডেন কাউন্টি শেরিফের ফেসবুকে প্রকাশিত একটি দীর্ঘ পোস্টে বলা হয়, ‘অনেক বছর ধরে হ্যাম্পডেন কাউন্টি শেরিফের সিভিল প্রসেস ডিভিশনে নেতৃত্ব দেওয়ার সময় আমি কখনও এমন ঘটনা দেখিনি। আমি আশা করি যে, প্রতিবাদকারীরা ভবিষ্যতে এই ধরনের কাজ করার আগে আবারও ভাববে। তা নাহলে, তাদের বিরুদ্ধেও মামলা করা হবে।’
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।