দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা অনলাইনে কথা বলা ভিডিও চ্যাট করার জন্য সচরাচর স্কাইপ, ম্যাসেঞ্জার কিংবা গুগল টক ব্যবহার করে থাকে। মাধ্যমগুলোতে ভিডিও কোয়ালিটি ভালো মন্দ দুই ই থাকি। সম্প্রতি টেক জায়ান্ট গুগল ভিডিও হ্যাঙ্গআউটে এইচডি কোয়ালিটি সুবিধা দিবে।
হ্যাঙ্গআউট, গুগল প্রদত্ত একটা ভিডিও চ্যাট সেবা। হ্যাঙ্গআউট ভিডিও চ্যাট এর মাধ্যমে পৃথিবীর যে কোন প্রান্তে অবস্থান করা ইন্টারনেট সংযোগ আছে এমন সর্বোচ্চ ১০ জন ব্যক্তির সাথে এক সাথে ভিডিও যোগাযোগ করা যায়। এর জন্য একজন ইন্টারনেট ব্যবহারকারীর একটি গুগল+ একাউন্ট থাকতে হবে। গুগল+ একাউন্ট যাদের আছে তারা প্রত্যেকে নিজেদের মধ্যে হ্যাঙ্গআউট ভিডিও চ্যাট করতে পারবে। এই হ্যাঙ্গআউট এর আরো অনেক সুবিধা রয়েছে। হ্যাঙ্গআউট শেয়ার অপশনের মাধ্যমে যে কোন ভিডিও অন্যদের দেখানো যেতে পারে, ইউটিউবে দেয়া যেতে পারে। হ্যাঙ্গআউট এর মাধ্যমে ভিডিও কনফারেন্স ওয়েব সাইটেও এমবেড করে দেয়া যায়। যাতে যে কেও চাইলে ওয়েব সাইট ভিজিট করার মাধ্যমে দেখতে পারেন। গুগল এই সেবাটি চীন, থাইল্যান্ড এবং ভিয়েতনাম ছাড়া প্রায় সকল দেশেই দিয়ে থাকে।
সম্প্রতি গুগল হ্যাঙ্গআউট সেবাটি আরো উন্নত করল। কিছু দিন আগেও হ্যাঙ্গআউট ছিল স্লো ইন্টারনেট উপযোগি। কিন্তু বর্তমানে গুগল এইচডি কোয়ালিটি ভিডিও পরিসেবাও দেয়া শুরু করেছে। যদিও উন্নত কোয়ালিটির ভিডিও এখনো স্বল্প পরিসরে থাকবে।
উন্নত কোয়ালিটিতে হ্যাঙ্গআউট ভিডিও চ্যাট করতে হলে অবশ্যই এর উপযোগি হার্ডওয়্যার প্রয়োজন হবে। ভালো ওয়েবক্যাম দরকার হবে যা এইচডি কোয়ালিটিতে ভিডিও ধারণ করতে পারে। আবার এইচডি কোয়ালিটিতে চলার জন্য কম্পিউটার কনফিগারেশনও ভালো হতে হবে।
গুগল পূর্বেকার ভিডিও কোডেক H.264 পরিবর্তন করেছে। কোডেকটির পরিবর্তে vp8 কোডেক ব্যবহার করেছে যা ওপেন সোর্স এবং বেশি ফিচার সমৃদ্ধ। গুগল এর পরিবর্তনটি ইতিবাচক চোখেই দেখছেন প্রযুক্তিবোদ্ধারা। তারা গুগলের হ্যাঙ্গআউট এ এইচডি সাপোর্ট কে সাধুবাদ জানিয়েছেন।
তথ্যসূত্র: দি টেক জার্নাল
This post was last modified on সেপ্টেম্বর ৩, ২০১৩ 12:38 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্রণ বিষয়ে চিকিৎসকরা মনে করেন, অ্যাডাল্ট অ্যাকনির নেপথ্যে মূল কারণ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সেরা প্রযুক্তি আও উদ্ভাবনের জোরে বিনোদনের সংজ্ঞাকে প্রতিনিয়ত পাল্টে দিচ্ছে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভিটামিন বি১২ শরীরের কতগুলো গুরুত্বপূর্ণ কাজ পরিচালনা করে। তাই এই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ (সোমবার) আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলা সিনেমার কিংবদন্তী…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় গত ৩ দিনে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভিডিও ভাইরাল করতে গিয়ে এক যুবক দেশলাই জ্বালিয়ে পেট্রোলের উপর…