দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকেই চিন্তাও করেননি দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা আবার ফিরতে পারবেন। কিন্তু তাই হয়েছে। তিনি হাসপাতাল থেকে নিজ বাড়িতে ফিরেছেন।
দীর্ঘদিন হাসপাতালে থাকার পর দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে নিজ বাসভবনে প্রথম রাত কাটালেন দেশটির অবিসংবাদিত, বর্ষীয়ান এই নেতা নেলসন ম্যান্ডেলা। গত রবিবার সকালে হাসপাতাল থেকে ছাড়া পান তিনি।
প্রায় তিন মাস হাসপাতালে কাটানোর পর বাড়িতে ম্যান্ডেলাকে (৯৫) পেয়ে পরিবারের লোকজন খুব আনন্দিত বলে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে দেশটির সরকার বলেছে, তার অবস্থা এখনও সংকটজনক এবং পুরাপুরি স্থির নয়।
প্রেসিডেন্ট দপ্তর থেকে জানানো হয়েছে, হাউটনের শহরতলীতে তার বাড়িতে নিবিড় পর্যবেক্ষণের সবরকম ব্যবস্থা রাখা হয়েছে। তবে প্রয়োজন হলে তাকে আবারো হাসপাতালে ভর্তি করা হবে। এখন ম্যান্ডেলার পরিবারসহ পুরো জাতির প্রত্যাশা, তাকে যেন আর কোন সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে না যেতে হয়।
উল্লেখ্য, ফুসফুস সংক্রান্ত রোগে আক্রান্ত হওয়ায় এ বছর জুন মাসে রাজধানীর প্রিটোরিয়া হাসপাতালে ভর্তি করা হয় সাবেক এই প্রেসিডেন্টকে। তার শারীরিক অবস্থা ক্রমেই অবনতি হতে থাকে। তার জন্য দক্ষিণ আফ্রিকার সব উপাসনালয়ে বিশেষ প্রার্থনার ব্যবস্থা করা হয়। অবশেষে বিশ্ববাসীর প্রাণপ্রিয় এই নেতা মোটামুটি সুস্থ্য হতে পেরেছেন। যদিও তার অবস্থা এখনও ক্রিটিক্যাল। বাড়িকেই মিনি হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয়েছে। তথাপিও তিনি পারিবারিক পরিবেশে সুস্থ্য হয়ে জনগণের মধ্যে ফিরে আসবেন এমনটাই আশা করছেন ম্যান্ডেলা ভক্তরা।