দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মস্কোজয়ী ‘আদিম’ চলচ্চিত্রের এবারের গন্তব্য নিউ ইয়র্ক! আসন্ন কুইন্স আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দুটি প্রদর্শনী ও বিভিন্ন দেশের সিনেমার সঙ্গে গুরুত্বপূর্ণ ৪টি বিভাগে প্রতিযোগিতা করবে যুবরাজ শামীম পরিচালিত ‘আদিম’ চলচ্চিত্র।
নিউ ইয়র্কে এই উৎসবটি শুরু হচ্ছে আগামী ১ নভেম্বর। এই উৎসবটি চলবে ৬ নভেম্বর পর্যন্ত। যারমধ্যে একটি প্রদর্শনী রয়েছে শহরের কুইন্স থিয়েটারে, আর অপরটি মিউজিয়াম অব দ্য মুভিং ইমেজে। সম্প্রতি উৎসব কর্তৃপক্ষ ‘আদিম’ নির্মাতাকে ইমেইল যোগে মোট ৪টি বিভাগে মনোনয়ন প্রাপ্তির খবরটি নিশ্চিত করেছেন।
যারমধ্যে ‘ন্যারোটিভ ফিচার ফিল্ম’ বিভাগে সেরা সিনেমা, সেরা পরিচালক এবং সেরা সিনেমাটোগ্রাফির মনোনয়ন প্রাপ্তির খবর পূর্বেই জানতে পারেন নির্মাতা। সর্বশেষ তাকে জানানো হয় যে, সেরা অভিনেতা বিভাগেও থাকছে ‘আদিম’ এর নাম। ল্যাংড়া চরিত্রে অভিনয়ের জন্য এই বিভাগে মনোনয়ন পান বাদশা।
নিউ ইয়র্কের এই উৎসবে আদিম -এর দুটি প্রদর্শনীর প্রথমটি আয়োজক, জুরি, চলচ্চিত্র পরিচালক, প্রডিউসার, ডিস্ট্রিবিউটর ও চলচ্চিত্রের অন্যান্য কলাকুশলীদের জন্য এবং দ্বিতীয় প্রদর্শনীটি সাধারণ দর্শকরা সম্মানীর বিনিময়ে দেখতে পারবেন বলে জানানো হয়।
মস্কো জয়ের পর গত মাসে ইতালির ২৫তম রিলিজিয়ন টুডে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দর্শকদের প্রশংসা পেয়েছে ‘আদিম’।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।