দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আসন্ন ফিফা বিশ্বকাপ ২০২২ উপলক্ষে গ্রাহকদের জন্য ‘অর্ডার অ্যান্ড উইন’ নামে একটি ক্যাম্পেইন চালু করলো ফুডপ্যান্ডার অনলাইন গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম প্যান্ডামার্ট।
এই ক্যাম্পেইনের আওতায় প্রত্যেক সপ্তাহের জন্য নির্বাচিত একজন বিজয়ী পুরস্কার হিসেবে পাবেন ৪৩ ইঞ্চি অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি।
সম্প্রতি ফুডপ্যান্ডা বাংলাদেশের প্রধান কার্যালয়ে প্রথম সপ্তাহের বিজয়ী ফাহমিদা ওয়াললিয়া’র হাতে পুরস্কার হিসেবে স্মার্ট টেলিভিশন তুলে দেন ফুডপ্যান্ডার হেড অব ক্যাটাগরি ম্যানেজমেন্ট দিলারা ফারুক। এই সময় উপস্থিত ছিলেন ফুডপ্যান্ডা বাংলাদেশের হেড অব লজিস্টিকস মোহাম্মদ তাবরেজ খান ও হেড অব মার্কেটিং (নিউ ভার্টিকেলস) আবিদ মাহমুদ।
প্যান্ডামার্টের নিয়মিত গ্রাহক ফাহমিদা একজন গৃহিণী। নিত্য প্রয়োজনীয় সামগ্রী অর্ডারে প্যান্ডামার্টে স্বাচ্ছন্দ্যবোধ করেন বলে জানিয়েছেন তিনি।
এই ক্যাম্পেইনে অংশগ্রহণের জন্য গ্রাহককে ফুডপ্যান্ডা অ্যাপের প্যান্ডামার্ট হতে অর্ডার করতে হবে। সপ্তাহ শেষে ক্যাম্পেইনে অংশ নেওয়া গ্রাহকদের তথ্য সংগ্রহ করে বিজয়ী নির্বাচন করা হবে। যে সব শহরে প্যান্ডামার্ট নিজেদের কার্যক্রম পরিচালনা করছে, সেই সব শহরের গ্রাহকরা শর্তসাপেক্ষে এই ক্যাম্পেইনের অফার উপভোগ করতে পারবেন। গ্রাহকরা ক্যাশ অন ডেলিভারি সুযোগের পাশাপাশি, বিকাশ ও বেশিরভাগ ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ডের মাধ্যমে বিল পরিশোধ করার সুযোগ পাবেন।
এই ক্যাম্পেইন সম্পর্কে ফুডপ্যান্ডার হেড অব ক্যাটাগরি ম্যানেজমেন্ট দিলারা ফারুক বলেন, “ফিফা বিশ্বকাপের আমেজ সবার জন্যই অন্যতম একটি আকর্ষণ। আমাদের গ্রাহকদের মাঝে বিশ্বকাপের উচ্ছ্বাস ছড়িয়ে দিতে আমরা বিশেষ এই ক্যাম্পেইনের আয়োজন করেছি। আশা করি, ক্যাম্পেইনটি গ্রাহকদের আনন্দের মাত্রা বাড়াবে।
তাছাড়াও আমরা ফুটবল বিশ্বকাপ চলাকালীন আরও কিছু ক্যাম্পেইন চালুর পরিকল্পনা করেছি। যাতে গ্রাহকরা অংশগ্রহণ করে আকর্ষণীয় সব পুরস্কার জিতে নিতে পারবেন।”
গত সপ্তাহ থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনটি চলবে আগামী নভেম্বরের ২২ তারিখ পর্যন্ত। খবর সংবাদ বিজ্ঞপ্তির।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।