ঢাকা টাইমস্ রিপোর্ট ॥ টাইটানিকের কাহিনী জানেন না এমন লোক হয়তো খুঁজে পাওয়া যাবে না। বিশেষ করে টাইটানিকের কাহিনী নিয়ে ছবি তৈরি করার পর বিশ্ববাসীর আগ্রহ আরও বেড়েছে। সেই টাইটানিকের ডুবে যাওয়ার আজ শতবার্ষিকী। টাইটানিকের ডুবে যাওয়ার এক শতাব্দি পর টাইটানিকের ধ্বংসাবশেষের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিলো ইউনেস্কো। খবর বিবিসির।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, সাত শতাধিক ডুবুরি সমুদ্র তলদেশে টাইটানিকের ধ্বংসাবশেষ পড়ে থাকার জায়গা দেখে এসেছেন। এ বিষয়ে ইউনেস্কোর মহাপরিচালক আইরিনা বোকোভা বলেছেন, টাইটানিকের ডুবে যাওয়ারা ঘটনা মানব ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। তাই দেড় হাজার মানুষের প্রাণ হারানোর এই স্থানটির রক্ষণাবেক্ষণ গুরুত্বপূর্ণ। সে কারণেই ইউনেস্কো টাইটানিকের ধ্বংসাবশেষের রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করেছে।
উল্লেখ্য, এপ্রিলের ১৫ তারিখ এই জাহাজের মর্মান্তিক ডুবে যাওয়ার ঘটনার ঠিক ১০০ বছর পূর্ণ হলো।