দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গায়ে রোদ পড়তেই তীব্র প্রতিক্রিয়ায় অ্যালার্জি শুরু হয়ে যায় দেহে। এমনই এক বিরল রোগে আক্রান্ত হয়েছে ১১ বছর বয়সী ছোট্ট শিশু সোফি গ্রে।
এই বয়সের অন্য শিশুরা যখন ছুটোছুটি করে বেড়াচ্ছে-খেলাধুলায় মেতে থাকে- সেখানে সোফি বেরুতে পারে না ঘর হতে। ত্বকে রোদ পড়লেই তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় সোফির শরীরে।
সোফির মা কেট বলেছেন, ‘অ্যাকটিনিক প্রুরিগো’ নামে এক বিরল রোগে আক্রান্ত হয়েছে সোফি। এই রোগে সূর্যের আলোতে থাকা অতিবেগুনি রশ্মিতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে ত্বকে। সহজ ভাষায় বলতে গেলে সূর্যের আলোতে থাকা অতিবেগুনি রশ্মিতে অ্যালার্জি দেখা দেয় সোফির দেহে।
তিনি আরও জানিয়েছেন, ২০১৬ সালে মাত্র ৫ বছর বয়সে প্রথম ত্বকের সমস্যা দেখা দেয়। প্রথমে একজিমা ভাবলেও পরে দেখা যায় যে, বিরল এক রোগে আক্রান্ত সোফি। চিকিৎসকরা জানিয়েছিলেন, তেমন কোনও চিকিৎসা নেই এই ধরনের রোগের। তবে কিছু কিছু পদ্ধতিতে নিয়ন্ত্রণ করা সম্ভব রোগের প্রকোপ। একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে তেমনই একটি পদ্ধতিতে চিকিৎসা চালানো হচ্ছে তার। চিকিৎসা পদ্ধতিটির নাম হলো ‘ফটোথেরাপি’। এই থেরাপিতে ত্বকের স্পর্শকাতর হয়ে পড়ার প্রবণতা ক্রমাগতভাবে কমানো হয়।
অ্যাকটিনিক প্রুরিগো ছাড়াও মাত্র ৮ মাস বয়স হতেই স্লিপ অ্যাপনিয়াসহ নানা রোগে ভুগছে শিশু সোফি। তবে তার মায়ের দাবি হলো, এতো প্রতিবন্ধকতা সত্ত্বেও হাসি মুখেই লড়াই করছে ছোট্ট মেয়ে সোফি। তথ্যসূত্র: https://nypost.com
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।