দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গাজরে শুধু ভিটামিনই নয়- গাজরে সৌন্দর্য বৃদ্ধির গুণাগুণও রয়েছে প্রচুর। সমপ্রতি গবেষকরা এমন তথ্যই দিয়েছেন।
শুধু ক্যালরী বা ভিটামিনই নয়, সৌন্দর্য চর্চায় এখন থেকে যোগ হতে পারে গাজর। কেননা গবেষকরা জানিয়েছেন, গাজরে রয়েছে একধরনের হলুদ বর্ণের রঞ্জক পদার্থ যা দেহের ত্বক কোষে পৌঁছে একে পরিষ্কার করে। এই হলুদ বর্ণের রঞ্জক পদার্থের আভাই আমাদের আকর্ষণীয় করে তোলে। ফলে সৌন্দর্য বৃদ্ধিতে নিয়মিত গাজর খান।
শুধু গাজরই নয় আপনার চারপাশে এমন অসংখ্য ফল পাবেন যা আপনার রোগ প্রতিরোধে কার্যকরী ভূমিকা পালন করে, দেহকে করে তোলে সুস্থ ও সুন্দর। তাই এখন থেকে ডাক্তার ও ঔষধের উপর নির্ভরতা কমিয়ে নিজেই গড়ে তুলুন নিজের রোগের প্রতিষেধক।