দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্মার্টফোনের ক্রয়-পরবর্তী সেবা নিশ্চিত করতে ব্যবহারকারীদের জন্য ‘সেফগার্ড সার্ভিস’ নিয়ে এলো তরুণদের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি।
ফোন কেনার পর যেনো কোনো সমস্যা না হয় ও ব্যবহারকারীদের জন্য স্বাচ্ছন্দ্যদায়ক স্মার্টফোন অভিজ্ঞতা নিশ্চিত করার জন্যই এই সেবা নিয়ে এসেছে রিয়েলমি।
এই সেফগার্ড সার্ভিসের মাধ্যমে একদম কম খরচে স্মার্টফোনের ডিসল্পে পরিবর্তন করা যাবে। একই সঙ্গে এই সার্ভিসের আওতায় ডিভাইসের অফিসিয়াল ওয়ারেন্টি বাড়িয়ে নেওয়ার সুযোগও থাকছে। স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা আরও উন্নত করার লক্ষ্যে আকর্ষণীয় এই সেবা নিয়ে এসেছে রিয়েলমি।
স্মার্টফোন ব্যবহারকারীদের দু’টি ক্ষেত্রে সেফগার্ড সার্ভিস দিবে রিয়েলমি – স্ক্রিন প্রোটেকশন সেফগার্ড সার্ভিস ও বর্ধিত (এক্সটেন্ডেট) ওয়ারেন্টি সেফগার্ড সার্ভিস। এক্ষেত্রে ডিভাইস কেনার ৭ দিনের মধ্যেই স্ক্রিন প্রোটেকশন সেফগার্ড সার্ভিসটি কিনতে হবে। সার্ভিসটি কেনার পর সর্বোচ্চ একবার ফোনের ভাঙা স্ক্রিন পরিবর্তন করার সুযোগ পাবেন ক্রেতারা। অপরদিকে, বর্ধিত (এক্সটেন্ডেট) ওয়ারেন্টি সেফগার্ড সার্ভিসের সুযোগ গ্রহণ করতে হলে, স্মার্টফোন কেনার ৬ মাসের মধ্যে সার্ভিসটি কিনতে হবে।
এক্ষেত্রে রিয়েলমি’র নিয়মিত অফিসিয়াল ওয়ারেন্টি ১ বছরের পরেও, অতিরিক্ত ওয়ারেন্টি সার্ভিস উপভোগ করার সুযোগ পাবেন রিয়েলমি ক্রেতারা। এই সার্ভিসটি ৬ মাস কিংবা ১ বছর মেয়াদের জন্য পাওয়া যাবে।
ক্রেতারা ৬ মাস মেয়াদী এক্সটেন্ডেড ওয়ারেন্টি সেফগার্ড সার্ভিস নিতে পারবেন মাত্র ২৯০ টাকায়। এছাড়াও মাত্র ৪৯০ টাকায় পাবেন ১ বছর মেয়াদী এক্সটেন্ডেড ওয়ারেন্টি। স্ক্রিন প্রোটেকশন সেফগার্ড সার্ভিসের ক্ষেত্রে রিয়েলমি স্মার্টফোনের প্রাইস রেঞ্জের (মূল্য) ওপর নির্ভর করবে খরচ। ডিভাইসের দাম ১০ হাজার টাকার কম হলে ক্রেতারা ৬ মাস মেয়াদী স্ক্রিন প্রোটেকশন সেফগার্ড সার্ভিস পাবেন মাত্র ১৯০ টাকায়। তারপর প্রতি ৫ হাজার টাকা বেশি ফোনের দামের ওপর নির্ভর করে সার্ভিসটির খরচ বাড়বে মাত্র ৫০ টাকা করে। একই সঙ্গে, ডিভাইসের দাম ১০ হাজার টাকার কম হলে ক্রেতারা ১ বছর মেয়াদী স্ক্রিন প্রোটেকশন সার্ভিস পাবেন মাত্র ২৯০ টাকায়। তারপর প্রতি ৫ হাজার টাকা বেশি ফোনের দামের ওপর নির্ভর করে সার্ভিসটির খরচ বাড়বে মাত্র ১০০ টাকা করে।
তবে স্মার্টফোনে কোনো ধরণের মানবসৃষ্ট সমস্যা হলে কিংবা অনুনোমদিত রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে সেফগার্ড সার্ভিস প্রযোজ্য হবে না। ঝামেলা ছাড়া ঘরে বসে সেফগার্ড সার্ভিস গ্রহণ করতে চাইলে এখনই অর্ডার করুন রিয়েলমি সার্ভিসের অফিসিয়াল ফেসবুক পেইজে- https://www.facebook.com/realmeServiceBD। এছাড়াও, সার্ভিস এবং অভিযোগ সংক্রান্ত যোগাযোগের জন্য এই হটলাইন নাম্বারে ডায়াল করুন: +৮৮০ ৯৬১০ ৫৫৫৫৫৫। খবর প্রেস বিজ্ঞপ্তির।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।