দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্প্রতি প্রকাশ পেয়েছে ক্লোজআপ ওয়ান শিল্পী সালমার কণ্ঠে গাওয়া দু’টি গান ‘অশ্রু নদীর ঢেউ’ এবং ‘যতনে রাখিও’।
নতুন এই গান দু’টি লিখেছেন এবং সুর করেছেন কবি সিদ্ধার্থ টিপু। প্রথম গানটির কথা-‘বন্ধু তুমি হারিয়ে গেলে অজানা অন্য আকাশে/ কত তারা কত আলোর ঝরনাধারায় ভেসে, বহু দূ’রে।’
নতুন এই গানে চিরায়ত বাংলার বিরহের সুর কাব্যিক ব্যঞ্জনা ফুটে উঠেছে। দ্বিতীয় গানটিও বিরহের আবেশে আবিষ্ট করবে শ্রোতাদের মনে। সিদ্ধার্থ টিপু মূলত শূন্য দশকের একজন জাত কবি। নিতান্ত শখের বশে গান লেখা শুরু করেন তিনি। আবার সেইসব গানের সুরও করেছেন তিনি নিজেই।
গান লেখার বিষয়ে অনুভূতি জানাতে গিয়ে কবি সিদ্ধার্থ বলেছেন, ‘সংগীত এবং সংস্কৃতিবিমুখ পরিবেশে আমার বেড়ে ওঠা, যে কারণে গান নিয়ে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগই ছিল না। আমি যে ক্ষুদ্রতর প্রয়াস দেখাচ্ছি কিংবা সুর এবং সংগীতকে জানার-বোঝার চেষ্টা করছি, তা নিতান্তই গানের প্রতি গভীর আবেগ এবং ভালোবাসা থেকেই। সালমাকে বিশেষভাবে ধন্যবাদ-আমার কথা এবং সুর তিনি অত্যন্ত দরদের সঙ্গেই তাঁর কণ্ঠে তুলে নিয়েছেন।’
এই বিষয়ে কণ্ঠশিল্পী সালমা বলেছেন, ‘‘দু’টি গান করেছি সিদ্ধার্থ টিপু ভাইয়ের-‘অশ্রু নদীর ঢেউ’ এবং ‘যতনে রাখিও’। দুটি গানই আমার খুব ভালো লেগেছে। তবে ‘অশ্রু নদীর ঢেউ’ গানটির প্রতি আমার মুগ্ধতা একটু বেশি। যদিও ‘যতনে রাখিও’ গানটিও ইতিমধ্যে বিপুল শ্রোতাপ্রিয়তা অর্জন করেছে। আমার চ্যানেল ‘সালমা মিউজিক’ একেবারেই নতুন একটি চ্যানেল। আমি কখনও আমার চ্যানেলে কনটেন্ট বুস্ট করি না। আমার প্রকৃত যে দর্শক-শ্রোতা রয়েছেন, তারাই গানগুলো শুনেছেন ও সুন্দর সুন্দর কমেন্টসও করেছেন। এই গান দু’টি মূলত একাকীত্ব যাপনের গান। যারা একটু স্যাড সং পছন্দ করে থাকেন, একাকী মুহূর্তে যারা এই গানগুলো শুনবেন, আশা করি তাদের খুব ভালো লাগবে। সিদ্ধার্থ টিপু ভাইকে অনেক ধন্যবাদ- আমার জন্য এতো সুন্দর দুটি গান সৃষ্টি করেছেন। আমি আশাবাদী পরবর্তী সময়েও আমরা একসঙ্গে আরও কাজ করবো।’’
এই গান দু’টির সংগীতায়োজন করেছেন রোহান রাজ। আর ভিডিও নির্মাণ করেছেন- এনডি দুর্জয় এবং মিশু। আর ভিডিও সম্পাদনা করেছেন জীবন চন্দ্র দাস। গান দু’টি সালমার অফিসিয়াল চ্যানেল ‘সালমা মিউজিক’ থেকে অবমুক্ত করা হয়।
দেখুন ভিডিও গান দুটি
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।