দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউডপাড়ায় গুঞ্জন উঠেছিলেনা নোরা ফতেহির সঙ্গে প্রেম করছেন শাহরুখ পুত্র আরিয়ান খান। তবে সেটি নিয়ে শাহরুখপুত্র বা নোরার কোনো প্রতিক্রিয়া পাওয়া না গেলেও এবার পাকিস্তানি এক অভিনেত্রীর সঙ্গে আরিয়ানের ছবি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে।
ছবিতে আরিয়ান খানের সঙ্গে দেখা যায় পাকিস্তানি অভিনেত্রী সাদিয়া খানকে। সাদিয়া নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ছবিটি শেয়ারও করেছেন। ছবিটি যে নতুন বছর উদ্যাপনের সময় তোলা, সেটিও জানিয়েছেন অভিনেত্রী সাদিয়া। তারপর থেকে অনেকেই অনুমান করছেন যে, এই পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে হয়তো প্রেম করছেন আরিয়ান খান।
ছবিটিতে সাদিয়াকে দেখা যায় কালো রঙের পোশাকে, আরিয়ানের পরনে ছিলো লাল টি-শার্ট এবং সাদা জ্যাকেট।
৩৫ বছর বয়সী সাদিয়া পাকিস্তানের টিভি এবং সিনেমার একজন জনপ্রিয় অভিনেত্রী। ‘খুদা অওর মোহাব্বত’-এর প্রথম এবং দ্বিতীয় সিজনে ‘ইমান’ চরিত্র করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন তিনি। তবে কয়েক বছর ধরে অভিনয়ে অনিয়মিত সাদিয়া খান। তাকে সর্বশেষ দেখা যায় ২০১৮ সালে মুক্তি পাওয়া সিরিয়াল ‘মরিয়ম পেরিয়েরা’তে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই অভিনেত্রী অনন্যা পান্ডের সঙ্গে আরিয়ান খানের প্রেমের গুঞ্জন ছিলো। টক শোতে আরিয়ানকে ভালো লাগার কথা নিজেই জানান অনন্যা। তবে দুই তারকার কেওই তাদের সম্পর্কের কোনো কথা কখনই স্বীকার করেননি। এবারের এই বিষয়টি শেষ পর্যন্ত কোন দিকে যায় তা সময়ই বলে দেবে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।