দি ঢাকা টাইমস্ ডেস্ক॥ বহুল আলোচিত বাংলাদেশ সীমান্তে বাংলাদেশের মেয়ে ফেলানী হত্যার দায়ে অভিযুক্ত বিএসএফ সদস্য নির্দোষ বলে রায় দিয়েছে ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর নিজস্ব বিশেষ আদালত।
বিবিসি বাংলায় রিপোর্টে জানানো হয় ফেলানী হত্যায় অভিযুক্ত বিএসএফ সদস্য নির্দোষ বলে রায় দেয়ার পর ঐ বিএসএফ সদস্যকে মুক্তি দেয়া হয়েছে, অভিযুক্তের নাম হাবিলদার অমিয় ঘোষ তিনি বিএসএফ ১৮১ নম্বর ব্যাটালিয়নের হাবিলদার হিসেবে দায়িত্বরত।
এই রায়ের বিষয়ে অবশ্য বিএসএফ আন্ত বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোন বিবৃতি প্রদান করা হয়নি।
এদিকে বিবিসির ঐ সংবাদ সূত্রে জানা যায় সম্পূর্ণ রায়টি চূড়ান্ত অনুমদনের জন্য বাহিনীর মহাপরিচালকের কাছে পাঠানো হবে। এর পর এ বিষয়ে বিএসএফ বিবৃতি দিবে।
অগাস্টের ১৩ তারিখ থেকে চলে আসা এই বিচার প্রক্রিয়াতে অংশ নেন পাঁচজন বিচারক এবং সম্পূর্ণ বিচার প্রক্রিয়া পরিচালনা করেন বিএসএফের গুয়াহাটি ফ্রন্টিয়ারের ডি আই জি কমিউনিকেশনস সি পি ত্রিবেদী।
বাংলাদেশ-ভারত সীমান্তে কুড়িগ্রামের অনন্তপুর-দিনহাটা সীমান্তের খিতাবেরকুঠি এলাকায় ০৭ জানুয়ারি ২০১১ সালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর সদস্যরা ফেলানী খাতুন (জন্ম:১৯৯৬ সাল) নামের এক কিশোরীকে গুলি করে হত্যা করে। ফেলানী খাতুন উক্ত সময় ভারত সীমান্ত থেকে কাঁটা তাঁরের বেড়া টোপকে নিজ দেশে ফিরে আসতে চেয়েছিলেন। ফেলানী হত্যার সেই নৃশংস ঘটনা সে সময় সম্পূর্ণ বাংলাদেশকে নাড়া দিয়েছিল এখনো সেই কষ্টের দাগ কোটি বাংলাদেশী ভুলেনি।
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ২৮ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ একদিনে কিন্তু ওজন কমানো সম্ভব নয়। দিনের পর দিন জিমে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গোল্ড সঞ্চয়কে সবার জন্য আরও সহজ, স্বাচ্ছন্দ্যময় এবং ঝামেলাহীন করতে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশের প্রথম সিডিএমএ প্রযুক্তি ব্যবহারকারী মোবাইলফোন অপারেটর সিটিসেল আবারও সাশ্রয়ী…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এই প্রথমবারের মতো জুটি হয়ে পর্দায় আসতে যাচ্ছেন বলিউডের দুই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা এবং লেবাননে গণহত্যা চালানোর ঘটনায় বর্বর ইসরায়েলের…