দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্রিটেনের প্রিন্স হ্যারি তার আত্মজীবনী লিখেছেন। যেখানে রাজপরিবারের অনেক সদস্যের সমালোচনা করেছেন। সৎ মা, বড় ভাই ও বাবার কথাও তুলে ধরেছেন। আত্মজীবনীতে বলেছেন, প্রিন্স হ্যারি ১৭ বছর বয়সেই মাদক নেওয়া শুরু করেন!
গতকাল (মঙ্গলবার) তার স্মৃতিকথামূলক আত্মজীবনী ‘স্পেয়ার’ প্রকাশিত হওয়ার কথা। তার আত্মজীবনীর প্রকাশ উপলক্ষ্যে সতর্ক রয়েছে রাজপরিবার। প্রকাশের পূর্বেই বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বইটির নানা তথ্য প্রকাশও করেছে। রাজপরিবার এইসব বিষয়গুলো নিয়ে গতকাল পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি। এবার জানা গেছে, প্রিন্স হ্যারির নিজের জীবনের কথা। হ্যারি লিখেছেন যে, ১৭ বছর বয়সেই তিনি কোকেন নেওয়া শুরু করেন ও কুমারিত্ব হারান।
কিশোর বয়সে মাদক সেবন
১৭ বছর বয়সেই কোকেন নিয়ে নিজের কুমারিত্ব হারানোর কথাও স্বীকার করেছেন প্রিন্স হ্যারি। হ্যারি ওই বয়সের কথা স্মরণ করে লিখেছেন যে: ‘অবশ্যই। আমি এই সময় প্রায় সময় কোকেন নিয়েছিলাম। কারও দেশের বাড়িতে, একটি গোলাগুলির সপ্তাহান্তে আমাকে একটি প্রস্তাব দেওয়া হয় এবং আমি তখন থেকে আরও কিছু করেছি।’ তিনি আরও লিখেছেন যে, ‘এটি খুব মজার বিষয় ছিল না। এটি আমাকে বিশেষভাবে খুশিও করেনি।’ হ্যারি জানিয়েছেন যে, ২০২১ সালের এপ্রিলে প্রিন্স ফিলিপের শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ব্রিটেনে যান। মার্কিন খ্যাতিমান উপস্থাপক অপরাহ উইনফ্রের সঙ্গে আলোচিত সাক্ষাৎকারের পর এটিই ছিল তার প্রথম ব্রিটেন সফর। সেই সময় আমাকে বড় ভাই উইলি (প্রিন্স উইলিয়াম) ও বাবার সঙ্গে একটা গোপন বৈঠকের প্রস্তাব দেওয়া হয়। আমি আমার মতামত জানাতে চেষ্টা করেছি। তবে পুরোপুরি পারিনি। কারণ হলো, আমি খুব নার্ভাস ছিলাম। যা হোক, বৈঠক শুরু হলে দেখতে পাই যে, বড় ভাই ও বাবা আমার সঙ্গে লড়াই করার প্রস্তুতি নিয়েই এসেছেন।
তাজমহলের সামনে ছবি তোলায় মেগানকে নিষেধ
আত্মজীবনী স্পেয়ার এ হ্যারি আরও লিখেছেন, ভারত সফরের পূর্বে মেগানকে তাজমহলের সামনে ছবি তুলতে নিষেধও করেছিলেন। সেই কথা মনে করে এখনও হাসাহাসি করেন তারা। স্ত্রীর ওপর এমন বিধিনিষেধ কেনো? হ্যারির দাবি হলো, তিনি মা ডায়নার জন্যই মেগানকে নিষেধ করেন। ভারত সফরের সময় তাজমহলের সামনে বসেই ছবি তুলেছিলেন ডায়না। লাল কোট পরা ডায়নার সেই বিখ্যাত ছবির কথা মাথায় রেখেই স্ত্রীকে নিষেধ করেছিলেন হ্যারি। তার আশঙ্কা ছিল যে, মেগান তাজমহলের সামনে ছবি তুললে সকলেই তখন শাশুড়ি-বউমার তুলনা টানবেন। মা ও স্ত্রীর তুলনা করুক কেও এমনটা চান না বলেই মেগানকে তাজমহলের সামনে ছবি তুলতে নিষেধ করেন হ্যারি।
সম্পর্কের টানাপোড়েন ও দুই রাজবধূ
মার্কিন অভিনেত্রী মেগানকে কি আদৌ রাজপরিবারের বউ হিসেবে মেনে নিতে পেরেছিলেন ব্রিটিশ রাজপরিবার? নিজের বইতে অকপটে সম্পর্কের টানাপোড়েনের কথাও লিখেছেন হ্যারি। তার স্ত্রীর প্রতি প্রিন্স উইলিয়াম ও তার (উইলিয়াম) স্ত্রী কেটের মনোভাবের কড়া সমালোচনাও করেছেন। হ্যারির অভিযোগ হলো, মেগান সম্পর্কে বিবাহ বিচ্ছিন্ন হওয়া, অশ্বেতাঙ্গ, অভিনেত্রী- এই ধারণাগুলো থেকে বের হতে পারেননি তার বড় ভাই ও ভাবি। মেগানের সামনে সবসময়ই অদৃশ্য এক দেওয়াল খাঁড়া করে রাখা হয়। পরিবারে তার স্ত্রী মেগানকে আপন করে নেওয়া হয়নি বলেই মনে করেন প্রিন্স হ্যারি। সূত্র: সিএনএন ও ইন্ডিয়া টাইমস।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।