দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা সবাই জানি মাছ বিড়ালের অতি প্রিয় খাদ্য কোনটি। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে নতুন নাম ‘রবার ব্যান্ড’! এমনটিই ঘটেছে আমেরিকার দক্ষিণ ক্যারোলাইনায়। ৩৮টি চুল বাঁধার ব্যান্ড খেয়ে ফেলেছিলো সেখানকার এক বিড়াল।
এমন উদ্ভট খাদ্য খাওয়ার পর যথারীতি বিড়ালটি অসুস্থ হয়ে পড়ে। এক পথচারী মুমূর্ষু বিড়ালটিকে চার্লস্টন অ্যানিম্যাল সোসাইটিতে নিয়ে গিয়ে ভর্তি করান। সেখানে স্ক্যান করে তার পেটে দলাপাকানো কিছুর উপস্থিতি দেখতে পান চিকিৎসকরা।
পশু হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন যে, এমন ঘটনা তিনি তার কর্মজীবনে কখনও দেখেননি। অপারেশন করে বিড়ালটির পেটের ভেতর থেকে চুল বাঁধার একগুচ্ছ ‘রবার ব্যান্ড’ উদ্ধার হয়। সব মিলিয়ে ৩৮টি চুল বাঁধার ব্যান্ড পাওয়া যায় বিড়ালটির পেট হতে। ব্যান্ডগুলো নরম বলে বিড়ালটির খাদ্যনালিতে কোনও ক্ষত হয়নি, তবে এতোদিন সেগুলো পেটে থাকায় বিষক্রিয়া দেখা দিয়েছে। যার প্রভাব পড়েছে বিড়ালটির যকৃতে। বিড়ালটির লিভার যাতে সুস্থ করা যায়, এখন চিকিৎসকরা সেই চেষ্টা চালাচ্ছেন।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।