দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ল্যাপটপ ব্যবহারকারীদের মধ্যে অনেকের মনেই একটি প্রশ্ন সবসময়ই আসে। আর প্রশ্নটি হলো- ল্যাপটপের চার্জ কমেগেলে, সে অবস্থায় চার্জিংয়ের জন্য বিদ্যুৎ সংযোগ দিয়ে কাজ করলে ল্যাপটপের কী কোনো রকম ক্ষতি হয়?
এমন প্রশ্ন মনে আসলেও কারও কাছ থেকে সঠিক তথ্যটি পাননি বা জানার চেষ্টাও করেননি। আজ জেনে নিন আসল তথ্য।
অনেকেই সরাসরি বিদ্যুৎপ্লাগ সংযোগ দিয়ে ল্যাপটপের ব্যাটারি চার্জ দিচ্ছেন ও ল্যাপটপে কাজও করছেন। এতে একদিকে চার্জিং চলছে আবার কাজও চালানো যাচ্ছে।
তবে আপনার মনে হতে পারে, এতে ব্যাটারির হয়তো ক্ষতি হয়। তবে না, চিন্তার কোনোই কারণ নেই; এতে খুব বেশি ক্ষতি হয় না ব্যাটাররি। আধুনিক ল্যাপটপ এমনভাবে তৈরি করা হয়েছে, যেনো পুরো চার্জ হয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবেই চার্জিং বন্ধ থাকে। আবার চার্জ কমে গেলেই পাওয়ার সেভিং মোডে চলে যায় ও চার্জিং আবার চালু হয়ে যায়। এই অবস্থায় ল্যাপটপে কাজ করলে তেমন কোনো ক্ষতি হয় না। তবে ল্যাপটপ সামান্য গরম হতে পারে। এর বেশি কিছুই হবে না।
ল্যাপটপের ব্যাটারি ১০০ ভাগ চার্জ হওয়ার পরও বিদ্যুৎপ্লাগ সংযোগ দিয়ে চার্জিং অবস্থায় রাখলেও ক্ষতি হয় না। কারণ হলো পুরো চার্জ হয়ে গেলেই ল্যাপটপ চার্জিং থেকে বিযুক্ত হয়ে যায়। তারপর ল্যাপটপ মাঝে-মধ্যে খবর নেয় চার্জ কতোটা রয়েছে। কারণ হলো, ব্যবহার না করলেও ল্যাপটপের চার্জ সামান্য পরিমাণ কমতে পারে। যদি কখনও চার্জ বেশি কমে যায়, তাহলে আবার স্বয়ংক্রিয়ভাবেই চার্জিং শুরু হয়ে যায়।
তবে সব সময় চার্জে না রাখাটাই ভালো। কারণ এতে ব্যাটারি কিছুটা গরম হয় এবং এর স্বাভাবিক কর্মক্ষমতা কমে গিয়ে ব্যাটারির আয়ু কমিয়েও দিতে পারে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।