দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মিশরে বই এখন বিলাসপণ্য হিসেবে গণ্য হয়েছে। যদিও এটি খাদ্য বা বস্ত্রের মতেই কোনো মৌলিক পণ্য না। মিশরে মূল্যস্ফীতি এতোই বেশি যে, সেখানকার লোকজন গাড়ি এবং ওয়াশিং মেশিনের মতো দামি পণ্যের মূল্য পরিশোধ করছে কিস্তিতে। এই পদ্ধতিতে কিস্তি সুবিধায় বই কিনতে পারবে দেশটির সাধারণ জনগণ।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয় যে, বইয়ের দাম দ্বিগুণের চেয়েও বেশি বেড়ে যাওয়ার কারণে মিশরীয় লেখকরা বলছেন, লেখা প্রকাশে খরচ কমাতে তারা অক্ষর এবং বর্ণনা ছেঁটে ফেলছেন। এক টন কাগজের দাম গত বছরের তুলনায় বেড়েছে প্রায় চার গুণ।
দেশটির সেফসাফা পাবলিশিং হাউজের মোহামেদ এল-বালি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে বলেন, মিশরে বই এখন বিলাসপণ্য হিসেবে গন্য হয়েছে। লোকজন বিলাসপণ্যে সঞ্চয় করছেন। বর্তমানে তিনি বিদেশে বই ছাপাচ্ছেন। চাহিদা কমে যাওয়ার কারণে তিনি মাত্র কয়েক কপি ছেপেছেন।
মিশরীয় পাবলিশার্স অ্যাসোসিয়েশন বলছে যে, দেড় শতাংশ সুদে ক্রেতারা সর্বোচ্চ ৯ মাসে একটি বইয়ের দাম পরিশোধ করতে পারবেন।
দেশটির সরকার বলছে যে, পণ্যের দাম কমানোর জন্য সব কিছুই করা হচ্ছে। তাছাড়াও সরকার ইউক্রেন যুদ্ধসংশ্লিষ্ট নানা বিষয়ের ওপরও দোষ চাপাচ্ছে।
চলতি বছরের বইমেলায় ক্রেতার সংখ্যা কমে যাওয়ার শঙ্কাও ছিল। কায়রো বইমেলা আরব বিশ্বের সবচেয়ে পুরোনো এবং বড় বইমেলা ও মুদ্রণশিল্পের অন্যতম প্রধান আয়োজক। ক্রেতার সংখ্যা কমার শঙ্কা কিস্তিতে বই কেনার ধারণাও সৃষ্টি করছে।
বেশ কয়েকজন মিশরীয় ঔপন্যাসিক বলেছেন যে, তারা লেখনীতে পরিবর্তন এনেছেন ছোট বই ছাপার জন্যই। বর্ণনা এবং অক্ষর কমিয়ে কাহিনী একেবারেই সহজ করেছেন।
তাদের অভিযোগ হলো, অনেক মিশরীয় পাঠক বর্তমানে নিম্নমানের নকল বইয়ের দিকেই ঝুঁকছেন। ফুটপাতের বিভিন্ন স্টলে এইসব বই ৫০-১০০ মিশরীয় পাউন্ডেই বিক্রি হচ্ছে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।