দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দুই বাংলার অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা এবার নির্মাতা শিহাব শাহীন পরিচালিত ‘সিন্ডিকেট’-এর সিক্যুয়েলে অভিনয় করছেন।
দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী অভিনয় করতেই ভালোবাসেন। আর এই ভালোবাসার কাজটি তাকে এনে দিয়েছে সম্মান-স্বীকৃতিও। সম্প্রতি এই অভিনেত্রী জানিয়েছেন, নতুন একটি ওয়েব সিরিজে যুক্ত হলেন তিনি। নির্মাতা শিহাব শাহীন পরিচালিত ‘সিন্ডিকেট’-এর সিক্যুয়েলে দেখা যাবে মিথিলাকে। সিরিজটির সিক্যুয়েলের নাম ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। এতে শায়লা চরিত্রে অভিনয় করবেন মিথিলা।
গত রবিবার নিজের ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করে এই অভিনেত্রী লিখেছেন ‘শায়লা শীঘ্রই ফিরছে মাইশেলফ অ্যালেন স্বপন-এ।’
জানা যায়, এবার সিরিজটিতে চট্টগ্রামের ইয়াবা সম্রাট অ্যালেন স্বপন থেকে সিন্ডিকেটের মানি লন্ডারিংয়ের মূলহোতা হওয়ার গল্পও তুলে ধরা হবে। রাজধানী ঢাকা এবং চট্টগ্রামসহ বিভিন্ন লোকেশনে ইতিমধ্যেই এর শুটিংও হয়েছে।
সিরিজটিতে মিথিলা ছাড়াও আরও অভিনয় করছেন সুমন আনোয়ার, রফিকুল কাদের রুবেল, শিমলা, আব্দুল্লাহ আল সেন্টু, আনিসুল হক বরুণসহ প্রমুখ।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।