দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য নিউ হ্যাম্পশায়ারের মাউন্ট ওয়াশিংটনের উপরে তীব্র শীতল বাতাসে রাতারাতি তাপমাত্রা মাইনাস ৭৮ ডিগ্রি সেলসিয়াসে (মাইনাস ১০৮ ডিগ্রি ফারেনহাইট) পৌঁছে গেছে।
মেইন স্টেটের গ্রে শহরে পরিষেবার অফিস এক টুইটে বলেছে যে, এটি মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন বায়ু-শীতল তাপমাত্রার জন্য একটি নতুন মার্কিন রেকর্ড সৃষ্টি করেছে। সিএনএন জানিয়েছে যে, এটি আলাস্কায় মাইনাস ৭৬ ডিগ্রি সেলসিয়াসের আগের রেকর্ডটি ভেঙেছে।
ওয়েদার চ্যানেল জানিয়েছে, মাউন্ট ওয়াশিংটনে আগের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৭৪ ডিগ্রি সেলসিয়াস, সেখানে ২০০৪ সালে এই তাপমাত্রা রেকর্ড করা হয়।
প্রায় ৬,৩০০ ফুট উচ্চতার মাউন্ট ওয়াশিংটন হলো উত্তর-পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ শিখর ও এটি বিশ্বের সবচেয়ে খারাপ আবহাওয়ার জন্য বিশেষ পরিচিত। মাইনাস ৪৩ সেলসিয়াস তাপমাত্রা ও একই সঙ্গে ঘণ্টায় ১১০ মাইল বেগে বাতাসও বইছে। এতে করে এই সর্বনিন্ম তাপমাত্রার রেকর্ড সৃষ্টি হয়।
এনডব্লিউএস জানিয়েছে যে, নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে তাপমাত্রা মাইনাস ১৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। অপরদিকে বোস্টনে বাতাস-ঠাণ্ডা তাপমাত্রা মাইনাস ৩৪ সেলসিয়াসের নিচে নেমে আসে, যেখানে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে শুক্রবার পাবলিক স্কুলগুলোও বন্ধ করে দেওয়া হয়।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।