দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মানুষের ইচ্ছা দেখলে বিস্মিত না হয়ে পারা যায় না। এমনই এক ঘটনা সত্যিই সবাইকে বিস্মিত করেছে। শেষকৃত্যে কে কে আসেন-তা দেখতে নিজের মৃত্যুর নাটক সাজালেন এক ব্যক্তি!
বিভিন্ন রিপোর্টের বরাত দিয়ে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, ব্রাজিলের ওই ব্যক্তি আত্মীয় এবং বন্ধুবান্ধবের মধ্যে নিজের মৃত্যুর ভুয়া খবর প্রচার করেছিলেন। মৃত্যুর পর তাকে কে কে বা কারা দেখতে আসেন-তা জানতেই এমন উদ্ভট কাণ্ড ঘটিয়েছেন বলে জানানো হয়। খবর- এপিএন নিউজের।
খবরে বলা হয়, এ মাসের শুরুর দিকে এই ঘটনা ঘটে, তবে ১৮ জানুয়ারি ওই ব্যক্তির শেষকৃত্যের মাধ্যমে তার এই নাটকের অবসান হয়েছে। ৬০ বছর বয়সী ওই ব্যক্তি তার সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভুয়া মৃত্যুর খবর প্রচার করেছিলেন। তারপর তার শেষকৃত্যও অনুষ্ঠিত হয়। পুরো পরিকল্পনা তিনি একাই সাজিয়েছেন বলে রিপোর্টে বলা হয়।
অভিযুক্ত ব্রাজিলের ওই ব্যক্তির নাম বালথাজাল লেমোস, এ মাসের শুরুর দিকে তিনি ফেসবুকের মাধ্যমের তার ভুয়া মৃত্যুর খবর প্রচার করেছিলেন। এমন খবর শুনে লেমোসের এক আত্মীয় দ্রুত হাসপাতালে ছুটে যান ও জানতে চান কীভাবে লেমোসের মৃত্যু ঘটলো। তবে হাসপাতাল কর্তৃপক্ষ যখন জানিয়েছেন, লেমোস হাসপাতালে ভর্তি হননি তখন পরিস্থিতি ঘোলাটে হওয়া শুরু হয়।
লেমোসের এক বন্ধু তার মৃত্যুর কারণ ফেসবুকে জানতে চান, তবে এর কোনও উত্তরই পাননি। তবে লেমোসের মৃত্যুর কারণ জানানো না হলেও তার শেষকৃত্যের সময়সূচি, স্থান জানানো হয় ফেসবুকের মাধ্যমে।
তারপর লেমোসের শহরে যখন তার শেষকৃত্য শুরু হয় তখন তার বন্ধু ও পরিবারের অনেকেই খবর পেয়ে আসা শুরু করেন। তবে আসল ঘটনা প্রকাশ পায় সবাই আসার পর। হুট করে আত্মীয়দের সামনেই কফিন থেকে বেরিয়ে আসেন লেমোস। তিনি ব্যাখ্যা করেন কেনো তিনি এমন একটি কাণ্ড ঘটিয়েছেন। তবে এমন অদ্ভুত কাণ্ড ঘটানোর কারণে অনেকেই তার কড়া সমালোচনাও করেন।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।