দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমানে স্মার্টফোন সব সময়ের সঙ্গী। বন্ধুদের সঙ্গে যোগাযোগ থেকে শুরু করে বিদ্যুৎ বিল, গ্যাস বিলসহ সকল কাজে ব্যবহার করা হয় স্মার্টফোন। নিরাপত্তার জন্য প্যাটার্ন লক বা পাসওয়ার্ড ব্যবহার করা হয়। কিন্তু প্যাটার্ন লক ভুলে গেলে যা করবেন।
লক করা না থাকলে ফোনে থাকা ব্যক্তিগত তথ্য বেহাত হওয়ার সম্ভাবনাও থাকে। তবে যারা প্যাটার্ন লক ব্যবহার করেন তারা মাঝে-মধ্যেই ঝামেলাতেও পড়েন। অনেকেই প্যাটার্ন লক ভুলে যান। ঘন ঘন প্যাটার্ন লক বদল করার কারণে অনেক সময় এমন সমস্যায় পড়তে হয়। এমন সমস্যার সম্মুখীন হলে কয়েকটি কাজ আপনি করতে পারেন। আজ জেনে নিন কী করবেন এই সময়।
আপনি যদি প্যাটার্ন লক ভুলে যান তাহলে কয়েকবার চেষ্টা করার পর স্ক্রিনের নিচে ‘ফরগট পাসওয়ার্ড’ অপশন চলে আসবে। এরপর সেটিতে ক্লিক করুন। তারপর সেখান থেকে নতুন প্যাটার্ন লক নিন।
তাছাড়াও আরও একটি উপায়ে কাজটি করতে পারেন। সে জন্য আপনার স্মার্টফোনের পাশে থাকা বোতামটি প্রেস করে ফোনটি সুইচ অফ করুন ও এক মিনিট সময় অপেক্ষা করুন।
এরপর একই সঙ্গে ফোনের পাওয়ার সুইচ ও ভলিউম ডাউন বোতাম দু’টি দীর্ঘক্ষণ চেপে ধরে রাখুন। যে কারণে আপনার স্মার্টফোনটি রিকভারি মোডে চলে যাবে। একবার রিকভারি মোডে গেলে তখন প্রেস করা বন্ধ করুন।
রিকভারি মোডে থাকার সময়ই ‘ফ্যাক্টরি রিসেট’ অপশনটি বেছে নিতে হবে। এরপর ‘ওয়াইপ কেচ’ অপশনে ক্লিক করুন। এতে করে আপনার মোবাইলের স্টোরেজের সমস্ত ডেটা পরিষ্কার (ক্লিন) হয়ে যাবে।
এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হওয়ার পর আপনাকে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। এরপর ফোনটি চালু করতে হবে ও এবার পাসওয়ার্ড ছাড়া আপনার ফোনও খুলে যাবে।
আবার ফ্যাক্টরি রিসেট দিয়েও আপনার স্মার্টফোন খুলতে পারবেন। তবে এতে আপনার স্মার্টফোনে থাকা কোনো ছবি কিংবা ফাইল তখন আর পাবেন না। যদি সেগুলো গুগল ড্রাইভে সেভ করা থাকে তবেই পাবেন।
ইচ্ছে করলে আরও একটি কাজ আপনি করতে পারেন। আর সেটি হলো নতুন প্যাটার্নের একটি স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন নিজের ই-মেইলে। এতে অন্য কোনো স্মার্টফোন কিংবা ডেস্কটপ থেকে খুব সহজেই প্যাটার্নটি খুঁজে পেতে পারেন।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।