দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ক্যারিয়ারের বহু সাফল্যই অর্জন করেছেন আর্জেন্টাইন সুপারস্টার মেসি। একমাত্র অধরা ছিল শুধুমাত্র একটা বিশ্বকাপ ট্রফির। অবশেষে সেই ইচ্ছেটিও পূরণ হয়েছে।
৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে কাতার বিশ্বকাপ জয় করে নেয় আর্জেন্টিনা ফুটবল দল। সোনার বল জয় করেন লিওনেল মেসি। সম্প্রতি মেসির সই করা এক জার্সি নিলামে উঠানো হয়েছে। প্রত্যাশা করা হচ্ছে সেই জার্সি নিয়ে শুরু হয়েছে ব্যাপক তোলপাড়।
এই জার্সিটি ছিল ৯৫ বছরের বৃদ্ধ অভিনেতা মিরথা লেগ্রান্ডের কাছে। সম্প্রতি সেটি নিলামে উঠানোর জন্য দিয়েছেন তিনি। ওই ১০ নম্বর জার্সিটিতে রয়েছে মেসির স্বাক্ষর। নিলামে জার্সিটির দাম ধরা হয়েছে ২৭০০ ডলার। জানা যায়, নিলাম থেকে যে টাকা আসবে তার পুরোটাই দেওয়া হবে ভিক্টোরিয়া টেটামান্টি ম্যাটেরন্যাল অ্যান্ড চাইল্ড হসপিটাল নামে একটি হাসপাতালকে।
জার্সিটি নিলামে দেওয়ার পূর্বে লেগ্রান্ড জানিয়েছেন, মেসির মা তাকে ফোন করেন। লেগ্রান্ডের অভিনয়ের প্রশংসাও করেন তিনি। তারপর তিনিই লেগ্রান্ডেকে মেসির জার্সি উপহার দিয়েছিলেন। তিনি আরও বলেছেন, হাসপাতালের জন্যই আমরা মেসির জার্সিটি নিলাম করছি।
উল্লেখ্য, ফরাসি সংবাদমাধ্যম লে’প্যারিসিয়ান জানিয়েছে, অঁসের বিপক্ষে ২-০ গোলে জেতার ম্যাচে মেসির পরা পিএসজির ৩০ নম্বর জার্সিটি বিক্রি হয় ৪৩ হাজার ৬২৩ ইউরোতে। যা বাংলাদেশি মুদ্রায় দাড়াচ্ছে প্রায় ৫০ লাখ টাকা। কাতার বিশ্বকাপ জয়ের পর প্যারিসিয়ানদের হয়ে এটিই ছিল মেসির প্রথম ফুটবল ম্যাচ।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।