The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

৭৭ লাখ টাকায় বাস্কেটবল খেলোয়াড় Michael Jordan এর জুতো বিক্রয়!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক॥ Michael Jordan পূর্ণ নাম Michael Jeffrey Jordan তিনি বাস্কেটবল দুনিয়ার সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন, ১৯৯৬ সালে তার পায়ে দেয়া জুতো জোড়া সম্প্রতি এক নিলামে বিক্রয় হয়েছে রেকর্ড ৭৭ লাখ টাকায়!


201312121311475047440-p5

১৯৯৬ সালে Michael Jordan, Chicago Bulls এর পক্ষ হয়ে Salt Lake City তে Utah Jazz এর বিপক্ষে খেলতে যান। সেখানে NBA ফাইনাল খেলায় প্রথম ৪৫ মিনিট Michael Jordan যে জুতো জোড়া নিয়ে খেলেন সেই জুতো খেলা শেষ তখন কার Utah Jazz এর বল বয় Preston Truman জর্ডান থেকে চেয়ে নেন। Preston Truman দীর্ঘ সময় নিজের কাছে এই জুতো রেখে দেন, যাতে জর্ডানের অটোগ্রাফ দেয়া রয়েছে।

জর্ডান থেকে জুতো জোড়া সংগ্রহের সময়ে Preston Truman কে অবশ্য কঠোর পরিশ্রম করতে হয়েছিল, সে সময় খেলা চলার সময়ে জর্ডান বিরতির এক ফাকে বিশ্রাম নিচ্ছিলেন এমন সময় Preston Truman জর্ডানের কাছে আবদার করে যে তাকে জেন এই জুতো জোড়া দেয়া হয়, জর্ডান এই সময় সোজা না করে দেয় কারণ জর্ডানের নিজ দলের অবস্থা তেমন ভালো ছিলনা মাঠে, তবে এর কিছুক্ষণ পর Chicago Bulls ম্যাচে এগিয়ে গেলে জর্ডান আবার বিরতি সময়ে বিশ্রাম নিতে আসলে Preston Truman জর্ডানের কাছে আবার যায় এবং আবদার করে, এতে অবশ্য জর্ডানের মন গোলে সে জানতে চায় তুমি এটা দিয়ে কি করবে? জবাবে Preston Truman বলে আমি অনেক সম্মানিত বোধ করব! জর্ডান নিজের জুতোর সামনের দিকে নিজের অটোগ্রাফ দিয়ে অবশেষে Preston Truman কে জুতো জোড়া দিয়ে দেন। আজ সেই জুতো বিক্রয় হয়েছে পৃথিবীর ইতহাসে কোন খেলোয়াড়ের জুতো হিসেবে সর্বোচ্চ দামে!

201312121131415187285-p5

যদিও ৫০০০ ডলারে নিলাম শুরু হয় তবে নিলামের দাম এক সময়ে ১০৪,৭৬৫ ডলারে গিয়ে থামে। এটিই সর্বোচ্চ নিলামের ডাক ধরা হয় যা বাংলাদেশী টাকায় ৭৭ লক্ষ টাকা! তবে এখনও নিলাম বিজয়ীয়ের নাম জানা যায়নি।

উল্লেখ্য মাইকেল জর্ডান একজন দীর্ঘাকায় খেলোয়াড় তিনি লম্বায় ৬ ফুট ৬ ইঞ্চি এবং তার পায়ের এই জুতোর সাইজ ১৩ নম্বর। জুতো জোড়া জর্ডানের জন্যই বিশেষ ভাবে তৈরি করেছিল নাইকি। এর নাম ও জর্ডানের নামে দেয়া হয়েছিল Nike Air Jordan XII

সূত্রঃ বিবিসি
বিশেষ ধন্যবাদান্তেঃ keepingscore

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
sex không che
mms desi
wwwxxx