দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্টকহোমে ন্যাটোর বিরুদ্ধাচরণ করে ও কোরআন পোড়াতে চেয়ে সমাবেশের অনুমতি দেইনি সুইডেন। সুইডেনের ক্ষেত্রে এটি বিরল সিদ্ধান্ত। কারণ হলো, দেশটিতে গণতান্ত্রিক অধিকার মেনে কোনো সমাবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয় না।
কিছুদিন পূর্বেই এই ধরনের একটি সমাবেশে কোরআন পোড়ানো হয়েছিলো। এরপর তুরস্ক জানিয়েছিল যে, তারা ন্যাটোর সদস্য হওয়ার জন্য সুইডেনকে কোনোমতেই সমর্থন করবে না। ন্যাটোর নিয়ম হচ্ছে, সব সদস্য দেশের সম্মতি ব্যতিত নতুন কোনো দেশ সদস্য হতে পারবে না।
সুইডেনের নিরাপত্তা বাহিনী সাপো জানিয়েছে যে, জানুয়ারির সমাবেশের পর আবারও এই ধরনের ঘটনা ঘটলে সুইডেনের আক্রান্ত হওয়ার সম্ভাবনা আরও বাড়বে। তাই তারা এই ধরনের কোনো প্রতিবাদের অনুমতি দেয়নি।
পুলিশ জানিয়েছে যে, জানুয়ারিতে তুরস্ক দূতাবাসের সামনে কোরআন পোড়ানোর ঘটনায় সুইডেনের নিরাপত্তার উপর আরও বিপদ বেড়েছে। তাছাড়া বিদেশেও সুইডেন এবং সুইডিশদের স্বার্থ ক্ষুণ্ণ হতে পারে। সুইডেনের বিরুদ্ধে আক্রমণও বাড়তে পারে।
জানুয়ারির ঘটনার পর তুরস্ক সাফ জানিয়ে দেয়, ন্যাটোর সদস্য হওয়ার জন্য সুইডেনের সঙ্গে তারা কোনো রকম আলোচনা করবে না। দুই দেশের প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের আলোচনা তারা বাতিল করে দেয়।
তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান জানিয়ে দেন যে, এরপর সুইডেনকে আর সমর্থন করার প্রশ্নই ওঠে না। কোরআন পোড়ানোর ঘটনা নিষিদ্ধ ঘোষণা না করলে সুইডেনকে সমর্থন করার কোনো প্রশ্নই আসে না।
পুলিশ জানিয়েছে যে, ৯ ফেব্রুয়ারির সমাবেশের আয়োজক ছিল অতিদক্ষিণপন্থিরা। এএফপি জানিয়েছে যে, এই সমাবেশ মূলত সুইডেনের ন্যাটোর সদস্য হওয়ার সিদ্ধান্তেরই বিরোধিতা করার জন্যই ডাকা হয়।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।