দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেশের শীর্ষস্থানীয় ওয়ার্ডপ্রেস প্রোডাক্ট কোম্পানি ডব্লিউপিডেভেলপার গতকাল (১২ ফেব্রুয়ারি) দ্বিতীয়বারের মতো “বাংলা ট্রান্সলেশন ডে” আয়োজন করে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে নিজ অফিসে উদযাপিত এই আয়োজনের লক্ষ্য ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট এবং কমিউনিটিতে বাংলা ভাষার ব্যবহার বৃদ্ধি করা।
ডব্লিউপিডেভেলপারের কর্মীদের পাশাপাশি অনুষ্ঠানে ওয়ার্ডপ্রেসের সঙ্গে সম্পৃক্ত অনুবাদক, ডেভেলপার ও ফ্রিল্যান্সাররা যোগ দেন। কোম্পানির প্রতিষ্ঠাতা এম. আসিফ রহমান এবং মার্কেটিং প্রধান আফসানা রহমান দিয়া এ আয়োজনের উদ্বোধনী বক্তব্য দেন। এরপর অংশগ্রহণকারীরা ওয়ার্ডপ্রেসের কোর ডেভেলপমেন্ট, প্লাগিন ও থিমের ভাষার বাংলা অনুবাদ করেন।
অনুষ্ঠানের শুরুতে আফসানা দিয়া বাংলা ট্রান্সলেশন ডে’র লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এই সময় তিনি বলেন, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টে ও কমিউনিটিতে বাংলা ভাষার ব্যবহার বৃদ্ধির মাধ্যমে বাংলাকে প্রযুক্তিগতভাবে আরও এগিয়ে নেয়া যাবে। এছাড়া, বাংলাভাষী ওয়ার্ডপ্রেস ব্যবহারকারীদের কাছে প্লাগিন ও থিম আরও সহজবোধ্য করে তোলা সম্ভব।
অনুবাদে কাজ করা অংশগ্রহণকারীরা
এরপর অংশগ্রহণকারীরা ওয়ার্ডপ্রেসের সঙ্গে তাদের সম্পৃক্ততা এবং কোর, প্লাগিন অনুবাদের অভিজ্ঞতা ও উদ্দেশ্য নিয়ে মতামত প্রকাশ করেন। তাদের মতে, জনপ্রিয় এ কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের সবকিছু বাংলা ভাষায় অনুদিত হলে তা বাংলা ভাষাভাষীদের মধ্যে সহজলভ্য হবে। একইসঙ্গে, ভাষা হিসেবে বাংলার মাহাত্ম্য আরও সমৃদ্ধ হবে।
ডব্লিউপিডেভেলপারের প্রতিষ্ঠাতা এম. আসিফ রহমান ভাষার শক্তি ও ওয়ার্ডপ্রেস কমিউনিটির উপর জোর দিয়ে বলেন, ওয়ার্ডপ্রেসের কোর ডেভেলপমেন্ট এবং প্লাগিন নিজ মাতৃভাষায় অনুদিত হওয়ার মাধ্যমে এটি বিশ্বে সকল মানুষের কাছে পৌঁছে যাবে। এর মাধ্যমে ওয়ার্ডপ্রেস ব্যবহারকারীর সংখ্যা বাড়বে এবং কমিউনিটি আরও শক্তিশালী হবে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা দারুন উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ওয়ার্ডপ্রেস কোরের ইংরেজী থেকে বাংলা অনুবাদ করেন। অতঃপর তারা ডব্লিউপিডেভেলপারের প্লাগিনের বাংলা অনুবাদ করেন। এই সময় কোম্পানির সিনিয়র কর্মী নাজমুল হাসান মুন্সী রবিন, লিংকন মিয়া, আবিদ হাসান ও মুকুল তাদেরকে সহায়তা করেন।
WPDeveloper-এর সিনিয়র কর্মীরা অনুবাদ সেশনে সাহায্য করছেন
দ্বিতীয়বারের মতো আয়োজিত এবারের অনুষ্ঠানের উপস্থিতি ছিল গত বছরের চেয়ে বেশি। আয়োজক এবং অংশগ্রহণকারীরা মনে করেন, এই ধরনের ট্রান্সলেশন অনুষ্ঠানের আয়োজন ওয়ার্ডপ্রেস কমিউনিটিতে গুরুত্বপূর্ণ, কারণ এটি বাংলা ভাষার অবদানকারীদের প্রচেষ্টাকে স্বীকৃতি দেয় এবং আরও মানুষকে অনুবাদে উদ্বুদ্ধ করে।
এছাড়াও, এ ধরনের আয়োজন ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্ম, প্লাগইন এবং থিম ডেভেলপারদের কাজ মানুষের কাছে আরও সহজভাবে পৌঁছে দেয়। এর মধ্যদিয়ে ওয়ার্ডপ্রেস কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম হিসেবে বিশ্বব্যাপী আরও শক্তিশালী অবস্থান নিশ্চিত করে।
উল্লেখ্য, প্রতিষ্ঠালগ্ন থেকেই ওয়ার্ডপ্রেসের শীর্ষস্থানীয় প্রোডাক্ট কোম্পানি ডব্লিউপিডেভেলপারের জনপ্রিয়তা ক্রমেই বেড়েই চলছে। ২৫টিরও বেশি প্রোডাক্ট এবং ১৮০টি দেশের ৫ মিলিয়নেরও অধিক গ্রাহক নিয়ে এটি ওয়ার্ডপ্রেসের অন্যতম বড় একটি কোম্পানি। রাজধানী ঢাকার মিরপুর ডিওএইচএস-এ অবস্থিত এই কোম্পানির কর্মী সংখ্যা এখন প্রায় ১০০ জন।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।