দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে যে, উড়ন্ত বস্তু দিয়ে চীন গুপ্তচরবৃত্তি করছে- এমন কোনো রকম প্রমাণ পাওয়া যায়নি।
এদিকে চীনা ইন্টারেনেট বেলুনটি নিয়ে রীতিমতো জল্পনা শুরু হয়েছে এই কারণে যে, ঠিক কে বা কারা এই বেলুনটি উড়িয়েছে তা নিয়ে। কারণ বেলুনটি বেসামরিক কোনো উৎস থেকে উড়ানোর বিষয়ে বিস্তারিত জানতেও পারেনি তারা। অপরদিকে জাপানের আকাশে উড়ন্ত বস্তু দেখা যায়।
হোয়াইট হাউজের মুখপাত্র জন কিরবি (মঙ্গলবার) সাংবাদিকদের বলেছেন, যুক্তরাষ্ট্রের আকাশে উড়তে থাকা ও পরে যুদ্ধবিমান পাঠিয়ে ধ্বংস করা ৩টি রহস্যময় বস্তুর সঙ্গে চীনা গুপ্তচরবৃত্তি সম্পর্ক থাকার কোনো ইঙ্গিত এই মুহূর্তে পাওয়া যায়নি। গবেষণাকাজে বা বাণিজ্যিক উদ্দেশ্যেই এগুলো ওড়ানো হয়ে থাকতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার প্রশাসন এ পর্যন্ত বিধ্বস্ত হওয়া ৩টি রহস্যময় বস্তুর ধ্বংসাবশেষ খুঁজেই পায়নি, উদ্ধার করতেও পারেনি। উভয় দেশ রহস্যময় বস্তুর ধ্বংসাবশেষ উদ্ধারের বিষয়েও কাজ করছে।
সাম্প্রতিক বছরগুলোয় নিজেদের আকাশসীমায় শনাক্ত হওয়া রহস্যজনক বস্তুগুলো চীনা নজরদারি বেলুন ছিল বলেও মনে করছে জাপান। বস্তুগুলোর তথ্য নতুন করে বিশ্লেষণের ভিত্তিতে এমন ধারণা করা হয়েছে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। -বিবিসি ও রয়টার্স থেকে এই খবর দিয়েছে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।