দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যুগলদের জন্য বিশ্ব ভালোবাসা দিবস কাঙ্ক্ষিত একটা দিন। এই দিন উপলক্ষে বিশ্বের বহু দম্পতি ও যুগল নানা আয়োজন করেন। এবার ‘ভাড়াটে বয়ফ্রেন্ড’ এর কাণ্ড দেখে অবাক হলেন সবাই!
সিঙ্গেলদের ক্ষেত্রে ঘটে জটিলতা। অনেকসময়ই এদিন তারা একাকীত্বেও ভুগেন। তবে ভারতের এক যুবক এক আজব প্রস্তাব নিয়ে হাজির হলেন।
‘দ্য ইকোনোমিক টাইমস’-এর প্রতিবেদনে বলা হয়, নয়াদিল্লির গুরুগ্রামের বাসিন্দা ৩১ বছরের শাকুল গুপ্তা সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে এক পোস্ট দেন। সেখানে তিনি এ বছরের‘ভ্যালেন্টাইনস ডে’ তে ‘ভাড়ায় বয়ফ্রেন্ড’ হওয়ার প্রস্তাব দেন। লিখেন, কোনও একা নারী চাইলে এই ভালোবাসার মৌসুমে তার সঙ্গে আনন্দে মেতে উঠতেও পারেন!
পেশায় প্রযুক্তিবিদ ওই ব্যক্তি শাকুলের এই প্রস্তাব মুহূর্তের মধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল হয়। শাকুলের সেই পোস্টে দেখা যায় সযে, তিনি একটি গোলাপ হাতে ‘বয়ফ্রেন্ড অন রেন্ট’ লেখা বোর্ড হাতে ধরে দাড়িয়ে আছেন। সেখানে তিনি লিখেছেন যে, ভ্যালেন্টাইনস সপ্তাহে একাকীত্ব দূর করার জন্যই তিনি অবিবাহিত নারীদের ডেটিং পরিষেবা দিচ্ছেন। তাছাড়াও তিনি লিখেন, তবে তার এই পরিষেবার উদ্দেশ্য বাণিজ্যিক কিংবা শারীরিক নয়।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।