দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় ও কর বৃদ্ধির জন্য শ্রীলঙ্কায় ধর্মঘট শুরু হয়েছে। দেশটির বন্দর, হাসপাতাল, স্কুল এবং রেলওয়ের সরকারি কর্মচারীসহ ৪০টিরও বেশি শ্রমিক সংগঠনের হাজার হাজার কর্মী এই ধর্মঘটে অংশ নেন।
এক প্রতিবেদনে বলা হয়, ধর্মঘটের কারণে (১৫ মার্চ) বন্দরের হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালতের কার্যক্রম পুরোপুরি বন্ধ ছিল। রেল যোগাযোগ মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। ঋণ গ্রহণের সিদ্ধান্ত বাতিল না হলে ধর্মঘটসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা।
অর্থনৈতিক অচলাবস্থায় থাকা শ্রীলঙ্কা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ঋণ পাওয়ার শর্ত পূরণের জন্য বেশ কিছু সিদ্ধান্তও নিয়েছে দেশটির সরকার, যারমধ্যে রয়েছে অতিরিক্ত কর আরোপ করা ও সরকারি খরচ কমানো। বিষয়টি নিয়ে শুরু থেকেই জনগণের তোপের মুখে ছিলেন শ্রীলংকার প্রেসিডেন্ট রণিল বিক্রমাসিংহে।
এই বিষয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে যে, বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিকে চিকিৎসা সেবা বন্ধ থাকায় অনেক রোগীই বাড়ি ফিরে গেছেন। ট্রেন চালকরাও ধর্মঘটে অংশ গ্রহণ করায় রেল যোগাযোগও বন্ধ হয়ে যায়। এতে করে চরম দুর্ভোগে পড়েছেন দেশটির সাধারণ মানুষ। বিমানবন্দরে কিছু আন্তর্জাতিক ফ্লাইটের সময়সূচীও ব্যাহত হয় এই কারণে।
সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ধর্মঘটে সরকারের নিষেধাজ্ঞার কারণে গত বুধবার সকাল থেকেই কলম্বোর রেলস্টেশন, বন্দর এবং সরকারি অফিসসহ শহরের বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। কোথাও কোথাও ধর্মঘটকারীদের মিছিলে পুলিশ বাধা সৃষ্টি করে। তবে কোনো রকম সংঘর্ষের ঘটনা ঘটেনি।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।