দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোয়ালকম স্ন্যাপড্রাগন অর্থই হলো সবচেয়ে নির্ভরযোগ্য প্রসেসর। তবে সম্প্রতি তাদের চিপসেট নিয়ে নানা আপত্তিকর মন্তব্য দেখা যাচ্ছে। তারপরও স্মার্টফোনের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য প্রসেসর কোয়ালকম।
সম্প্রতি সেভেন জেন ওয়ান নামে একটি মিডরেঞ্জ প্রসেসর উন্মুক্ত করা হয়েছে। জানা গেছে, মিডরেঞ্জ চিপ হলেও এটি আগের যে কোনো চিপ হতে ৫০ শতাংশ বেশি পারফরমান্স দেবে। এমনকি চার্জ সাশ্রয়েও এটি ১৩ শতাংশ বেশিই পার্ফর্ম্যান্স দেবে। নতুন এই প্রসেসর ২০০ মেগাপিক্সেল ক্যামেরা সহজেই প্রসেস করতে পারবে। এছাড়াও নেটওয়ার্ক অ্যাডাপটর হিসেবে স্ন্যাপড্রাগন এক্স৬২ মডেম ব্যবহার করা হয়। ওয়াই ফাই সিক্স থাকায় বোঝাই যায় এর নেটস্পিডও দুর্দান্ত হবে।
যতোটুকু জানা যায়, নতুন চিপটি রেডমি এবং রিয়েলমির ফোনে ব্যবহার করা হবে। তবে কোন মডেলে এটি ব্যবহার করা হবে তা এখনও জানা যায়নি। এই বছরই কোনো একটি স্মার্টফোনে এই চিপটি আসবে। কোয়ালকম এখন অপটিমাইজেশন পর্যায়ে কাজ করছে বলে জানানো হয়েছে। তথ্যসূত্র : গ্যাজেট ৩৬০
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।