দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবার মঙ্গল গ্রহে লুপ্তপ্রায় প্রাচীন হিমবাহের সন্ধান পাওয়া গেছে। দেখে বোঝা যাচ্ছে সেখানে এখনও পানির কিছুটা গঠন রয়েছে।
মানুষ একদিন এই লাল গ্রহে পা রাখবেন বলে আশা করা হচ্ছে। সিএনএনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়, বরফের বড় অংশ এখন সেখানে আর নেই। তবে বিজ্ঞানীরা দীর্ঘদিন গবেষণার পর আবিষ্কার করেছেন যে, মঙ্গল গ্রহের নিরক্ষীয় অঞ্চলে কোনো এক সময় হিমবাহের অস্তিত্ব ছিল। সেখানে যা জমে থাকে তাতে সাধারণত হালকা রঙের সালফেট লবণও থাকে।
গবেষণা দলটি হিমবাহের অভ্যন্তরের খোলা অংশগুলো পর্যবেক্ষণ করেছে। মঙ্গল গ্রহের এই ফলাফলগুলো সম্প্রতি টেক্সাসের উডল্যান্ডসে ৫৪তম চন্দ্র-গ্রহ বিজ্ঞান সম্মেলনে ঘোষণা করা হয়।
এসইটিআই ইন্সটিটিউট এবং মার্স ইন্সটিটিউটের সিনিয়রগ্রহ বিজ্ঞানী ড. প্যাসকেল লি এক বিবৃতিতে বলেছেন যে, ‘আমরা যা পেয়েছি তা বরফ নয় বরং হিমবাহের বিশদ আকারগত বৈশিষ্ট্যসহ লবণের একটি স্তূপ। মূলত এই লবণ হিমবাহের উপরেই গঠিত হয়।’
গবেষকরা মনে করছেন যে, হিমবাহের দৈর্ঘ্য ছিল সাড়ে ৩ মাইল কিংবা ৬ কিলোমিটার। প্রস্থ ছিল আড়াই মাইল কিংবা ৪ কিলোমিটার।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।