দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা খবরে দেখেছি হবু বর মদ্যপান করে ঘুমিয়ে পড়ার কারণে বিয়েতে হাজির হতেই পারেননি। তবে এবার এমন এক বরের খবর পাওয়া গেছে, যে বর ২৮ কিলোমিটার পথ পায়ে হেঁটে বিয়ের মন্ডপে হাজির হয়েছেন!
শহরজুড়ে চলছে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট। সড়কে কোনো ধরনের যানবাহনই নেই। সে কারণে চরম বিপাকে পড়েন এক বর এবং তার পরিবারের সদস্যরা। সারারাত হেঁটেই কনের বাড়ি হাজির হন বর!
পরিবহন ধর্মঘটের কারণে কোনো উপায় না পেয়ে বরকে পায়ে হেঁটেই পাত্রীর বাড়িতে যেতে হয়। দীর্ঘ ২৮ কিলোমিটার হাঁটার পর যথারীতি বিয়ে সম্পন্ন হয় তাদের।
সম্প্রতি এমন একটি ঘটনা ঘটেছে ভারতের ওড়িশায়। বরের বাড়ি দেশটির রায়গড়া জেলার কল্যাণসিংহপুর ব্লকের সুনাখান্দি পঞ্চায়েতে। অপরদিকে কনের বাড়ি একই জেলার দিবলাপডু গ্রামে। গত ১৬ মার্চ রাতে পায়ে হেঁটে তারা দিবালাপাদু গ্রামে পৌঁছে পরদিন (১৭ মার্চ) গাঁটছড়া বাঁধেন।
১৫ মার্চ থেকে যানবাহন চালকরা ওড়িশায় রাজ্যব্যাপী ধর্মঘটে যায়। যে কারণে বরযাত্রীর জন্য গাড়ির ব্যবস্থা করাও সম্ভব হয়নি। সে কারণে পায়ে হেঁটেই গন্তব্যে পৌঁছানোর সিদ্ধান্ত গ্রহণ করে বরের পরিবার।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বর এবং তার পরিবারের সদস্যদের রাতের অন্ধকারে হাঁটতে দেখা যাচ্ছে। তাদের মধ্যে কয়েকজন নারীও আছেন। ১৭ মার্চ সকালে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তবে তারপর বর এবং তার পরিবারের সদস্যরা কনের বাড়িতেই থাকেন। চালক সমিতির ধর্মঘট প্রত্যাহারের অপেক্ষায় ছিলেন তারা।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।