The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

কুকুর নিয়ন্ত্রণে রিমোট কন্ট্রোল সিস্টেম

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ প্রভু ভক্ত প্রাণী হিসেবে কুকুর এ খ্যাতি আছে। কুকুরকে প্রশিক্ষণ দেয়াও সহজ। তারপরও দেখা যায় কুকুর অনেক সময় মনিব এর আদেশ শুনতে চায় না। এ বিষয়টিকে মাথায় রেখে বিজ্ঞানীরা একটি রিমোট কন্ট্রোল সিস্টেম তৈরি করেছে যা কুকুরকে মনিব কে মান্য করতে বাধ্য করবে।


Remote-Control-Dogs

আলাবামা আবার্ন বিশ্ববিদ্যালয় রিমোট কন্ট্রোল সিস্টেমটি তৈরি করেছে। দুজন যন্ত্রকৌশল প্রকৌশলী জেফ মিলার এবং ডেভিড বেভলি সিস্টেমটির কারিগর। সিস্টেমটি ব্যবহার এর ফলে এখন দূর থেকেই নিয়ন্ত্রণ করা যাবে কুকুরকে। পোষা কুকুর কে সহজেই মানিয়ে নেয়া যায়। বশ মানলেও মাঝে মাঝে বেশ অবাধ্য আচরণ করে যা মনিব এর জন্য বিরক্তিকর। প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরদের ব্যবহার না বললেই নয়। শিকারী অনুসন্ধানে, দুর্ঘটনা তদন্ত করতে, বোমা-গোলা-বারুদ শনাক্ত করতে কুকুর সফলতার পরিচয় দিয়ে আসছে বরাবরই। তারপরও কিছু অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। এসব ক্ষেত্রে কুকুরকে সব সময়ই কাছে থেকে নিয়ন্ত্রণ করতে হয় এবং দিতে হয় কন্ঠ নির্দেশনা। অনেক সময় বনে জঙ্গলে অনুসন্ধান বা গোয়েন্দা কাজে কন্ঠ নির্দেশনা দেয়া সম্ভব হয় না। সেক্ষেত্রে দূর থেকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন হয়। রিমোট কন্ট্রোল সিস্টেমটির মাধ্যমে কুকুরকে দূর থেকে নিয়ন্ত্রণ করা যাবে সহজেই। ফলত যে প্রতিবন্ধকতাটি ছিল তা অনেকাংশে সমাধান হয়ে গেল। রিমোট কন্ট্রোল সিস্টেমটির মাধ্যমে কুকুর আদেশ অমান্য করলে জোড় করে আদেশ মানানোর ব্যবস্থা রয়েছে।

Remote-Control-System-To-Control-Dogs

রিমোট কন্ট্রোল সিস্টেমটি একটি মাইক্রোপ্রসেসর, ওয়্যারলেস রেডিও, জিপিএস রিসিভার, এটিচুড ও হেডিং রেফারেন্স সিস্টেম এর সমন্বয়ে গঠিত। এই সবকিছু একত্রিতভাবে বাধা অবস্থায় কুকুর এর পিঠে বসানোর ব্যবস্থা থাকে। একটি কমান্ড মডিওল থাকে যা ভাইব্রেশন (কম্পন) এবং শব্দ উৎপাদন করতে পারে। সিস্টেমটি স্বয়ংক্রিয়ভাবেও চলতে পারে। এটা কুকুরকে পূর্ব পরিকল্পিত জিপিএস নির্দেশিত পথ অনুসরণ করতে বাধ্য করতে পারে।

কুকুর এর জন্য উদ্ভাবিত রিমোট কন্ট্রোলিং সিস্টেমটি পরীক্ষামূলক পর্যায়ে থাকলেও এর সফলতার হার খারাপ নয়। কুকুরকে আদেশ মানিয়ে নিতে সিস্টেমটির সঠিকতার হার শতকরা ৮৭ ভাগ।

তথ্যসূত্র: দি টেক জার্নাল

Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali