দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আগামীকাল (শুক্রবার) থেকে শুরু হচ্ছে রমজান। আর সেই মোতাবেক আজ (বৃহস্পতিবার) এশার পর থেকে শুরু হচ্ছে তারাবির নামাজ।
আগামীকাল (শুক্রবার) থেকে শুরু হচ্ছে রমজান। আর সেই মোতাবেক আজ (বৃহস্পতিবার) এশার পর থেকে শুরু হচ্ছে তারাবির নামাজ। পবিত্র এই মাসটি আসে রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে।
গতকাল(বুধবার) জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক বসে। বাংলাদেশের কোথাও পবিত্র রমজানের চাঁদ দেখা না যাওয়ায় শুক্রবার থেকে ১ রমজান গণণা শুরুর ঘোষণা দেওয়া হয়।
তবে এ বছর দ্রব্যমূল্যের দাম লাগামহীন হওয়ায় রমজান নিয়ে মানুষের হতাশা রয়েছে। পবিত্র এই মাসটিতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যাতে স্বাভাবিক রাখা যায় তারজন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষ।
দি ঢাকা টাইমস্ এর পাঠক-পাঠিকা, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের জানাই পবিত্র রমজানের শুভেচ্ছা- রমজানুল মোবারক।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।