দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আল-আকসা মসজিদ প্রাঙ্গণের একটি প্রবেশপথে একজন ফিলিস্তিনি ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি পুলিশ।
আল-জাজিরার খবরে বলা হয়, এই ঘটনার কারণে সহিংসতা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। গতকাল (শনিবার) ওই ব্যক্তি পুলিশের গুলিতে নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ খালেদ আল-ওসাইবি (২৬)। তিনি দক্ষিণ ইসরায়েলের বেদুইনের গ্রাম হুরার একজন বাসিন্দা। ঘটনাটি মধ্যরাতে ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণের ঘটেছে বলে জানায় পুলিশ।
শনিবার ফিলিস্তিনি উপাসকরা জানায়, পুলিশ ওই ব্যক্তিকে কমপক্ষে ১০ বার গুলি করেছে, সে তাদের পবিত্র প্রাঙ্গণে যাওয়ার পথে একজন নারীকে হয়রানি করা থেকে পুলিশদের বিরত করার চেষ্টা চালাচ্ছিল।
অপরদিকে পুলিশ অভিযোগ করেছে যে, আল-ওসাইবি একজন অফিসারের কাছ থেকে বন্দুক নেওয়ার চেষ্টা করলে সংঘর্ষের ঘটনা ঘটে এবং তখন গুলি চালানো হয়। ঘটনার কয়েক ঘণ্টা পরেও, প্রাঙ্গণের দিকে যাওয়ার কর্দমাক্ত পাথরের গলিটি রক্তাক্ত অবস্থায় ছিল।
উল্লেখ্য, জেরুজালেম এবং ইসরায়েল-অধিকৃত পশ্চিম তীরের হাজার হাজার মুসলিম উপাসক আল-আকসা মসজিদে এই রমজানে নামাজের জন্য জড়ো হয়। সে কারণে ইসরায়েলি পুলিশ ওই এলাকায় তাদের সদস্যও বাড়িয়েছে।
এদিকে শুক্রবার ২ লাখের বেশি ফিলিস্তিনি মসজিদ প্রাঙ্গণে দুপুরে জুম্মার নামাজের জন্য জড়ো হয়।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।