দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্প্রতি ৪ বছর বয়সী শিশু সৈয়দ রশিদ আল মেহেইরি সবাইকে চমকে দিয়ে পেলো বিশ্ব রেকর্ডের স্বীকৃতি।
সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে, রশিদ মাত্র চার বছর বয়সে বই লিখেছে। সেই বই প্রকাশ হওয়ার পরই হাজার কপি বিক্রি হয়েছে। সে কারণে রশিদের নাম উঠে এলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে।
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বসবাস করে রশিদ। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গত ৯ মার্চ তাকে বিশ্বের সর্বকনিষ্ঠ ব্যক্তি (পুরুষ) হিসেবে বই প্রকাশ করার স্বীকৃতি দিলো। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের দেওয়া তথ্যানুযায়ী জানা যায়, ৪ বছর ২১৮ দিন বয়সে বই প্রকাশ করার এই বিশ্ব রেকর্ড নিজের করে নিলো সৈয়দ রশিদ।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ বলেছে যে, ‘রশিদের লেখা দ্য এলিফ্যান্ট সৈয়দ অ্যান্ড দ্য বিয়ার নামে দুটি প্রাণীর বন্ধুত্বের গল্প নিয়ে একটি বই প্রকাশিত হয়। বইটির এক হাজার কপি বিক্রি হওয়ার পর আমরা এর বিষয়ে জানতে পেরেছি। গত ৯ মার্চ বিষয়টি যাচাই করা হয়েছে। তারপর রশিদকে দেওয়া হয় বিশ্ব রেকর্ডের এই স্বীকৃতি।’
রশিদের মা মউজা আল দারমাকি সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘রশিদ যখন প্রথম আমাদের গল্পটা শোনায়, আমরা তো তা শুনে বিস্মিত হই। কীভাবে বইটি লেখা হবে অর্থাৎ গল্পের কাঠামোই বা কেমন হবে, তার স্পষ্ট বর্ণনাও দেয় সে। একই সঙ্গে এর মাধ্যমে কী বার্তা দিতে চায়, সেটিও জানায়। তারপর আমরা তাকে বইটি লেখার বিষয়ে উৎসাহ দিই।’
উল্লেখ্য, রশিদদের বড় বোন আল ধাবির নামও রয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। আল ধাবির যখন বয়স ৮ বছর। দুই ভাষায় বইয়ের সিরিজ প্রকাশ করা সর্বকনিষ্ঠ ব্যক্তির (নারী) রেকর্ডটিও এখন তারই রয়েছে। ইতিপূর্বে সর্বকনিষ্ঠ ব্যক্তি (নারী) হিসেবে দুই ভাষায় বই প্রকাশে রেকর্ডও গড়েছিল তার বোন ধাবি!
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।