দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইসরায়েলি বিজ্ঞানীরা জানিয়েছেন যে, তারা এবার গাছের বলা ‘শব্দ’ শনাক্ত করতে সক্ষম হয়েছেন। তেল আবিব বিশ্ববিদ্যালয়ের গবেষকদের যুগান্তকারী গবেষণাটি সম্প্রতি মর্যাদাপূর্ণ বৈজ্ঞানিক জার্নাল ‘সেল’-এ প্রকাশিত হয়।
টাইমস অব ইসরায়েলের এক খবরে বলা হয়, সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছিল যে, গাছপালা শব্দেও সাড়া দিতে পারে। এক্ষেত্রে উদাহরণ হিসেবে বলা যায় যে, কাছাকাছি উড়ে উড়ে শব্দ করতে থাকা পতঙ্গকে প্রলুব্ধ করতে গাছ তার ফুলের নেকটারে চিনির ঘনত্বও নাকি বাড়িয়ে দিতে পারে।
তাছাড়াও বিজ্ঞানীরা আগেই জেনেছেন যে, গাছপালা চাপে থাকলে নানা উপায়ে পরস্পরের সঙ্গে যোগাযোগও করতে পারে! যেমন- তারা পাতার রঙ বদলে ফেলে, নিজের স্বাদ তিক্ত করে কিংবা গন্ধ ছড়িয়ে তারা বিপদে পড়ার বার্তা অন্য গাছপালাকে জানিয়ে দিতে পারে।
ইসরায়েলি গবেষকরা যে শুধুমাত্র গাছের ‘শব্দ’ শনাক্ত করতে সক্ষম হয়েছেন তা-ই নয়, তারা জানিয়েছেন যে, গাছের একেক প্রজাতি একেক ধরনের ‘ভাষায়’ নিজেদের মধ্যে নাকি কথোপকথন চালায় বলেও তারা জানতে পেরেছেন। একটি নির্দিষ্ট দূরত্ব হতে তারা মানসিকভাবে চাপে থাকা উদ্ভিদের করা শব্দও ধারণ করেছেন।
বিজ্ঞানীরা জানিয়েছেন, উদ্ভিদ মূলত ক্লিকের মাধ্যমে ‘কথোপকথন’ চালায়। এই শব্দ পপকর্ন ভাজার সময় তা ফেটে গেলে যে ধরনের শব্দ হয়ে থাকে অনেকটা সেই রকম। এই নিসৃত শব্দ অনেকটাই মানুষের কথা বলার মতোই, তবে এর ফ্রিকোয়েন্সি থাকে অনেকটা বেশি, যা মানুষের শ্রবণ সীমার বাইরে বলে অভিমত দিয়েছেন বিজ্ঞানীরা।
তেল আবিব বিশ্ববিদ্যালয়ের গবেষক দল
তথ্যসূত্র: https://scitechdaily.com
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।