The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

ঢাকা নিউ সুপার মার্কেটের অগ্নিকাণ্ড: ‘নাশকতা’ কিনা তা খুঁজছে গোয়েন্দারা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সর্বশেষ গতকাল (শনিবার) ঢাকা নিউ সুপার মার্কেটের অগ্নিকাণ্ডসহ রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন স্থানের মার্কেট এমনকি বস্তির ভয়াবহ অগ্নিকাণ্ডের পর এর উৎস নিয়ে নানা প্রশ্ন ওঠেছে। ‘নাশকতা’ কিনা তা খুঁজছে গোয়েন্দারা।

ঢাকা নিউ সুপার মার্কেটের অগ্নিকাণ্ড: ‘নাশকতা’ কিনা তা খুঁজছে গোয়েন্দারা 1

আগুনের ধরন, সময় প্রভৃতি বিশ্লেষণ করে ভুক্তভোগীসহ অনেকেই প্রশ্ন করেছেন যে, এইসব অগ্নিকাণ্ড নিছকই দুর্ঘটনা, নাকি নাশকতা? ঘন ঘন অগ্নিকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এইসব ঘটনায় ষড়যন্ত্র কিংবা নাশকতা রয়েছে কিনা, তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনার পরই পুলিশসহ সবকটি গোয়েন্দা সংস্থার সদস্যরা গতকালের ভোররাতের ঢাকা নিউ সুপার মার্কেটের অগ্নিকাণ্ডের রহস্য অনুসন্ধানে মাঠে নেমেছেন। বঙ্গবাজার এবং নিউ সুপার মার্কেটে আগুন স্রেফ দুর্ঘটনা নাকি নাশকতা- এর উত্তর খুঁজতে কাজ শুরু করেছে গোয়েন্দারা। কেও বিশেষ কোনো উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছে কিনা ও অগ্নিকাণ্ডের পেছনে মার্কেটের কারও দায়িত্বে অবহেলা বা গাফিলতি রয়েছে কিনা সেই তথ্য সংগ্রহের কাজও চলছে। রাজনৈতিক কোনো উদ্দেশ্য রয়েছে কিনা তারও খোঁজখবর শুরু করেছে একাধিক গোয়েন্দা সংস্থা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শনিবার সকালে গণভবনে এক সভা শেষে এই বিষয়ে প্রশ্ন রেখে বলেন, ঈদের আগেই কেনো একাধিক মার্কেটে আগুন লাগছে, আগুন নেভানোর সময় ফায়ার সাার্ভিসকে কেনো বাধা দেয়া হচ্ছে এবং অগ্নিনির্বাপণকর্মীদের ওপর কেনো হামলা হচ্ছে- যেসব ঘটনাগুলো ঘটেছে, এগুলো বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস কিনা সেই প্রশ্নও রাখেন প্রধানমন্ত্রী।

এর আগে গতকাল (শনিবার) সকালে নিউমার্কেট এলাকায় আগুন নিয়ন্ত্রণের ব্রিফিং করতে গিয়ে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন জানান যে, আগুনের সূত্রপাত হয়েছে ঢাকা নিউ সুপার মার্কেট (দক্ষিণ) ভবনের তৃতীয় তলা হতে। বিষয়টি নাশকতা কিনা, খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্টদের অনুরোধও জানান তিনি।

গতকাল (শনিবার) বিকালে সিদ্ধেশ্বরীতে এক অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, রাজধানীতে সম্প্রতি বেশ কয়েকটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের প্রতিটি ঘটনাই খতিয়ে দেখছে পুলিশ। এতে কোনো নাশকতার ঘটনা থাকলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

পুলিশ সূত্রে জানা যায়, মাত্র কয়দিন আগে বঙ্গবাজারে একটি বড় ধরনের আগুনের ঘটনা ঘটেছে। গত পরশু হাজারীবাগের ট্যানারিতেও আগুনের ঘটনা ঘটেছে। সুরিটোলায় গুদামে আগুন লাগে। সিদ্দিকবাজারের ক্যাফে কুইন ও নিউমার্কেটের পাশের শিরিন ম্যানশনে বিস্ফোরণের ঘটনা দুটোতেও মামলা হয়েছে। বঙ্গবাজারের ঘটনায় পুলিশ কমিটি না করলেও তদন্ত চালিয়েছে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেছেন যে, নিউমার্কেট এলাকার নিউ সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো ধরনের নাশকতা রয়েছে কিনা- সে বিষয়ে র‌্যাবের গোয়েন্দারা কাজ করছেন।

পুলিশ ও গোয়েন্দা সূত্রে জানা যায়, প্রতিটি অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ হতে তদন্ত কমিটি গঠন করা হয়। এছাড়াও একাধিক তদন্ত কমিটিও করা হয়। তবে এই পর্যন্ত এমন কোনো আগুনে নাশকতার ক্লু মেলেনি। সর্বশেষ বঙ্গবাজারে ভোররাতে আগুনের পর নাশকতার অভিযোগ উঠলে এর উৎস সিগারেট কিংবা কয়েল থেকে- এমন রিপোর্ট দিয়েছে তদন্ত কমিটি। এর মাত্র ১১ দিন পর শনিবার ভোরে নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় নাশকতার অভিযোগ আরও জোরালো হয়েছে। একের পর এক নাশকতার অভিযোগ ওঠার পর তদন্তে জোর দিয়েছে সরকার। গোয়েন্দারা মার্কেটটির নেতৃত্ব, রাতে ভেতরে কারা থাকেন- এইসব বিষয়ে তথ্য সংগ্রহ করছেন। তারা নিউমার্কেট ও আশপাশের সিসিটিভি ফুটেজ থেকেও আগুনের কারণ খোঁজার চেষ্টা করছেন। ঢাকার বহুল পরিচিত মার্কেটগুলোতে কেনো ভোররাতে একইভাবে আগুন ধরছে সেই প্রশ্নের জবাবও খুঁজছে পুলিশের একাধিক টিম।

শনিবার ভোরে লাগা আগুনে ঢাকা নিউ সুপার মার্কেটের প্রায় ১ হাজার ৫০০ দোকান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হয়েছে ব্যবসায়ীদের পক্ষ থেকে। ওই মার্কেটের ব্যবসায়ী সমিতির সভাপতি মো. শহিদুল্লাহ দাবি করেছেন যে, সিটি করপোরেশনের লোকেরা রাত ৩টার দিকে ফুটওভার ব্র্রিজ ভাঙার কাজও করছিল, ব্রিজের ওখানে বিদ্যুতের লাইন ছিল; যা তারা খেয়ালই করেনি। ওই লাইনের ওপর বুলডোজার চালানোর সময়ই আগুনের সূত্রপাত হয়। পরিকল্পনা ছাড়া এই ব্রিজ ভাঙার কারণে আজ এই দশা (অগ্নিকাণ্ড) হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।

অবশ্য এই ধরনের দাবিকে উড়িয়ে দিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এক বিজ্ঞপ্তিতে বলেছে যে, একটি স্বার্থান্বেষী মহল এই অগ্নিকাণ্ডকে নিউমার্কেটের সঙ্গে সংযুক্ত পথচারী পারাপার সেতুর (ফুটওভার ব্রিজ) সংযোগ বিচ্ছিন্নকরণের উদ্যোগের সঙ্গে সম্পর্কিত করার অপচেষ্টা করছেন। গণমাধ্যমেও বিষয়টি নিয়ে বিভ্রান্তিকর এবং অনাকাক্সিক্ষত সংবাদ প্রচারিত হচ্ছে; যা ডিএসসিসির দৃষ্টিগোচর হয়েছে। দুর্যোগের এই কঠিনতম সময় ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সবাইকে ‘ভিত্তিহীন সংবাদ এবং গুজব’ ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সিটি করপোরেশন।

উল্লেখ্য, গতকাল (শনিবার) ভোর ৫.৪০ মিনিটে রাজধানী নিউ সুপার মার্কেটে আগুন লাগার খবর পেয়েছিলো ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট নিরলস প্রচেষ্টা চালিয়ে সকাল ৯.১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়

# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali