দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সত্যিই এটি যেনো একটা শিল্পকর্ম! অন্ধকার আকাশে কয়েকশ ড্রোন উড়িয়ে শিল্পকর্ম তৈরি করেছে আমস্টারডামের ‘স্টুডিও ড্রিফট’। তাদের প্রধান দুই ব্যক্তি হলেন লোনেকে গর্ডাইন এবং রাল্ফ নাওটার।
আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে এমন অভিনব শিল্পকর্ম তৈরি করেছেন তারা। স্টুডিও ড্রিফটের এমন কাজ যেনো বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে।
তাদের প্রধান কার্যালয় আমস্টারডামে। গর্ডাইন ও নাওটার সঙ্গে আরও ১৫ জন কাজ করেন। স্টুডিও ড্রিফটের তৈরি শিল্পকর্ম প্রমাণ করেছে যে, উচ্চ প্রযুক্তি বিষয়টি সুন্দর এবং কাব্যিকও হতে পারে।
এই বিষয়ে রাল্ফ নাওটা বলেছেন, ‘আমার মনে হয় যে, এআই আর্টিস্টদের জায়গা নিচ্ছে এটি। তবে আমি মনে করি না যে এটা কোনো খারাপ কিছু, কারণ হলো আমার মতে, একজন ভালো আর্টিস্টের উচিত ভবিষ্যৎ নিয়ে নতুন নতুন ভাবনা সৃষ্টি করা।’
২০২২ সালে জার্মানির হামবুর্গের এলবফিলহার্মোনির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্প্রতি শিল্পকর্ম তৈরি করে স্টুডিও ড্রিফট। ওইদিন ৩০০ এর বেশি ড্রোন রাতের অন্ধকার ভেদ করে আকাশে উড়েছিল। স্থান এবং এলবফিলহার্মোনির কনসার্ট হলের স্থাপত্য থেকে অনুপ্রেরণা নিয়েই লাইট ইন্সটলেশনটি তৈরি করা হয়।
তবে দুঃখজনক বিষয় হলো রিহার্সালের সময় ১৫টি ড্রোন পড়ে যায়। বাইরের কিছু একটার প্রভাবে, নাকি প্রযুক্তিগত সমস্যার কারণে এমনটি হয়েছিল, তা অবশ্য জানা যায়নি। মূল অনুষ্ঠানের সময় ৫টি ড্রোন পড়ে যায়। তারপর নিরাপত্তার কারণে পরের শো’গুলো তখন বাতিল করা হয়।
কোয়ান্টাম কম্পিউটার কীভাবে কাজ করে সেটি কল্পনায় তুলে ধরার লক্ষ্য তাদের। সাধারণ কম্পিউটারের তুলনায় কয়েক লাখ গুণ দ্রুততার সঙ্গে কাজ করতে পারে কোয়ান্টাম কম্পিউটার। তথ্যসূত্র: ডয়চে ভেলে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।