দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পানির নিচে সবচেয়ে দীর্ঘ সময় বসবাসের নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) এক প্রফেসর!
পানির নিচে সবচেয়ে দীর্ঘ সময় বসবাসের নতুন বিশ্ব রেকর্ড গড়লেন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) এক প্রফেসর। একটানা তিনি ৭৪ দিন পানির নিচে একটি লজে রয়েছেন। তবে রেকর্ড হলেও এখনও ওপরে উঠতে পারেননি জোসেফ দিতুরি নামে ওই ব্যক্তি। রেকর্ডের ১০০ দিনে পৌঁছে তবেই সূর্যের মুখ দেখবেন বলে জানান তিনি।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের খবর অনুসারে জানা যায়, গত সপ্তাহে ছিল পানির নিচে জোসেফের ৭৪তম দিন অতিবাহন। ইতিপূর্বে ২০১৪ সালে দুই প্রফেসর পানির নিচে সর্বোচ্চ ৭৩ দিন বসবাসের রেকর্ড গড়েছিলেন।
ফ্লোরিডার কি লারগো এলাকায় সমুদ্রপৃষ্ঠ হতে ৩০ ফুট গভীরে অবস্থিত জুলস আন্ডারসি লজ অবস্থিত। এটি মার্কিন যুক্তরাষ্ট্রে পানির তলদেশে একমাত্র হোটেল বলে দাবি করা হয়ে থাকে। সেখানেই বসবাস করছেন জোসেফ দিতুরি।
এক টুইটে তিনি বলেছেন, ‘মূলত আবিষ্কারের কৌতূহলই আমাকে এখানে নিয়ে এসেছে। প্রথম দিন থেকে আমার লক্ষ্যই ছিল আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করা, সামুদ্রিক জীবন নিয়ে পড়াশোনা করা বিজ্ঞানীদের সাক্ষাৎকার নেওয়া ও প্রতিকূল পরিবেশে মানবদেহ কীভাবে কাজ করে, সেটি জানা। দীর্ঘদিন অতিরিক্ত চাপযুক্ত পরিবেশে মানবদেহ কেমন প্রতিক্রিয়া দেখাতে পারে, তা নিয়েও গবেষণা করছেন জোসেফ। পানির নিচে থাকা অবস্থায় তিনি শুধু নিজের সম্পর্কেই শিখছেন তা কিন্তু নয়, বরং অনলাইনে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্লাসও নিচ্ছেন এই প্রফেসর।
যদিও পানির নিচে এই ৭৪ দিন পুরোপুরি একাই ছিলেন না প্রফেসর জোসেফ। এই সময়ের মধ্যে ৩০ জন প্রাপ্তবয়স্ক ও ১৫ জন মিডল এবং হাই স্কুল শিক্ষার্থী লজে গিয়ে তার সঙ্গে সময়ও কাটিয়েছেন। জোসেফ আগামী ৯ জুন পানির ওপরে উঠে আসবেন বলে জানা যায়।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।