দি ঢাকা টাইমস্ ডেস্ক॥ বার্সেলোনার আক্রমণভাগের খেলোয়াড় লিওনেল মেসি চান তাঁর নিজ দেশের পক্ষে খেলে ২০১৪ বিশ্বকাপ ঘরে নিয়ে যেতে। ক্লাব সাফল্যে পরিপূর্ণ লিওনেল মেসি বিশ্বকাপের অভাব ঘুচিয়ে ফেলতে চান আগামী বিশ্বকাপেই, এজন্যে যত রকম ভাবে পারা যায় দলকে মাঠে সহযোগিতা করে যাবেন বলে জানিয়েছেন তিনি।
গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি তাঁর এই স্বপ্নের কথা উপস্থিত সবাইকে বলেন এবং এ জন্যে তিনি আর্জেন্টিনাকে প্রয়োজনীয় গাইড লাইন অথবা পথ দেখিয়ে নিয়ে যাবেন – এ ব্যাপারেও প্রত্যয় ব্যক্ত করেন।
গত মঙ্গলবার প্যারাগুয়েকে ৫-২ গোলে হারিয়ে আর্জেন্টিনা ২০১৪ সালে ব্রাজিলে বিশ্বকাপ টিকিট নিশ্চিত করে। মেসি যদি তার ধারাবাহিকতা ধরে রাখেন এবং প্রত্যাশিত ফলাফল অর্জন করেন তাহলে ১৯৮৬ সালের ম্যারাডোনার বিশ্বকাপ জয়ের পর লিওনেল মেসিই হবেন নতুন শতাব্দীর প্রথম আর্জেন্টাইন হিসেবে বিশ্বকাপজয়ী।
“আমি বিশ্বকাপের স্বপ্ন দেখছি, আমরা সকল আর্জেন্টাইনই এই স্বপ্নে বিভোর। কিন্তু এটাও জানি এখনও অনেক দূর যেতে হবে, অনেক পথ বাকী। আমরা এগিয়ে যাব এভাবেই যেভাবে আজকে জিতেছি এবং এই জয় ধরে রাখতে চাই।” প্যারাগুয়ের বিপক্ষে জয়সূচক গোল দেয়ার পর সংবাদ সম্মেলনে এমনভাবে নিজের মনের কথা প্রকাশ করেন মেসি।
মেসিকে ছেড়ে দেয়ার জন্য আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনকে বার্সেলোনা চাপ দিচ্ছে, সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এটাকে গুজব হিসেবে উড়িয়ে দেন। এবং সাথে এটাও বলেন, “এমনটি হবার কোনো কারণ নেই। আর আমি এসব বিষয়ে জানিও না, কিন্তু আমি সব সময় আর্জেন্টিনার হয়ে খেলার জন্য প্রস্তুত।”
তথ্যসূত্রঃ গোল.কম
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড এবং লেবাননজুড়ে ভয়াবহ হামলা চলমান রেখেছে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বপ্ন দেখে তা মনে রাখা সত্যিই দুষ্কর। আর তাই রাতের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৩০ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…