দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ক্যামেরা এবং স্মার্টফোন উৎপাদনকারীদের মধ্যে চুক্তি স্থাপন নতুন কোনো বিষয় নয়। কয়েক বছরে অনেক ক্যামেরা উৎপাদনকারী প্রতিষ্ঠানই স্মার্টফোন নির্মাতাদের সঙ্গে যুক্ত হয়েছে। ক্যানন এবার স্মার্টফোন নির্মাতাদের সঙ্গে কাজ করবে।
ক্যামেরা এবং স্মার্টফোন উৎপাদনকারীদের মধ্যে চুক্তি স্থাপন নতুন কোনো বিষয় নয়। কয়েক বছরে অনেক ক্যামেরা উৎপাদনকারী প্রতিষ্ঠানই স্মার্টফোন নির্মাতাদের সঙ্গে যুক্ত হয়েছে। ক্যানন এবার স্মার্টফোন নির্মাতাদের সঙ্গে কাজ করবে।
যারমধ্যে হ্যাসেলব্লাড, জেইস এবং লেইকাও রয়েছে। এতোদিন পর্যন্ত ক্যাননের কোনো নামই ছিল না। তবে বর্তমানে বিখ্যাত এই কোম্পানিও স্মার্টফোন উৎপাদনকারীদের সঙ্গে কাজ করার চেষ্টা করে যাচ্ছে। টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন সূত্রে এই তথ্য জানা যায়।
প্রযুক্তিবিদ এবং বিশ্লেষকদের ধারণা, এর মাধ্যমে ভবিষ্যতে হয়তো স্মার্টফোনের ক্যামেরায় ক্যাননের নামই দেখা যাবে। তবে কোন স্মার্টফোন উৎপাদনকারীর সঙ্গে ক্যানন কাজ করবে সেই বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য এখনও পাওয়া যায়নি। বিশ্লেষকরা মনে করছেন, ভিভো, অপো, ওয়ানপ্লাস এবং শাওমির সঙ্গে ক্যাননের যুক্ত হওয়ার কোনো সম্ভাবনাই নেই।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।