দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেশের স্থানীয় বাজারে স্মার্ট ডিভাইসের চাহিদার কথা মাথায় রেখে শীর্ষস্থানীয় স্মার্ট ডিভাইস এবং মোবাইল সার্ভিস প্রদানকারী ট্রানশান হোল্ডিংস বাংলাদেশে উদ্বোধন করেছে ‘আই স্মার্ট ইউ’ ফ্যাক্টরি।
ট্রানশান নতুন এই কারখানার অবস্থান নারায়ণগঞ্জের মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে। এখানে উৎপাদন হবে টেকনো, ইনফিনিক্স এবং আইটেল হ্যান্ডসেট।
সম্প্রতি এই ফ্যাক্টরির উদ্বোধন করেন ট্রানশান হোল্ডিংসের চেয়ারম্যান ও জেনারেল ম্যানেজার জর্জ জু এবং ‘আই স্মার্ট ইউ’ বাংলাদেশের সিইও রেজওয়ানুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। উদ্বোধনী বক্তব্য রাখেন মেঘনা গ্রুপ অব ইন্ড্রাস্ট্রিজের চেয়ারম্যান মোস্তফা কামাল ও গুগল পার্টনারশিপ ডিরেক্টর মাহির শাহীন।
‘আই স্মার্ট ইউ’ টেকনোলোজি বাংলাদেশ লিমিটেড, ট্রানশান হোল্ডিংস এর সহপ্রতিষ্ঠান। জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স, টেকনো, আইটেল, ওরাইমো ও সাইনিক্সের পরিবেশক হচ্ছে ট্রানশান।
ট্রানশান হোল্ডিংসের চেয়ারম্যান এবং জেনারেল ম্যানেজার জর্জ জু জানালেন, বাংলাদেশ তাদের ব্যবসা প্রসারের অন্যতম এক ‘কৌশলগত’ বাজার। ১৭ কোটির বেশি জনসংখ্যার দেশে ভোক্তা পর্যায়ে সাশ্রয়ী ও উচ্চ মানের ফিচারসহ স্মার্টফোনের চাহিদা ক্রমান্বয়ে বাড়ছে। যে কারণে বাংলাদেশে সম্ভাবনাময় নতুন বাজার তৈরি হচ্ছে।
আই স্মার্ট ইউ ফ্যাক্টরির প্রথম ধাপের বিনিয়োগ হলো ২২ মিলিয়ন ডলার, যা ট্রানশানের স্থানীয় বাজারের প্রতি অঙ্গীকারেরও অংশ। নকশা হতে নির্মাণ সকল ক্ষেত্রেই এই ফ্যাক্টরি সর্বাধুনিক প্রোডাকশন স্ট্যন্ডার্ড বজায় রাখছে, এর অত্যাধুনিক লে-আউট আধুনিক মোবাইলফোন তৈরিতেও বেশ গুরুত্বপূর্ণ।
সবমিলিয়ে ২২ হাজার বর্গমিটারের সুবিশাল কারখানায় গুণগত মান ও নিরাপত্তা নিশ্চিতে থাকছে উন্নত প্রযুক্তি এবং বৈশ্বিক মানদণ্ড। উৎপাদনের পুরো প্রক্রিয়াকে অবিচ্ছেদ্য রাখতে টেকসই মান এবং দক্ষতায় দেওয়া হচ্ছে সর্বোচ্চ গুরুত্ব। সংশ্লিষ্টদের প্রত্যাশা বাংলাদেশের ক্রমবর্ধমান স্মার্টফোনের চাহিদা পূরণে ট্রানশান সঞ্চালকের ভূমিকাও রাখবে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।