দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এক অনুষ্ঠানেই বিয়ে হলো ৪ হাজার ২৮৬ জনের, অর্থাৎ ২ হাজার ১৪৩ জুটির বিয়ের আয়োজন করে বিশ্বরেকর্ড গড়েছে ভারত!
গত ২৬ মে ভারতের রাজস্থানের বারান এলাকায় হয়েছে এই গণবিয়ের অনুষ্ঠান। এইদিন ১২ ঘণ্টা এবং ২৪ ঘণ্টার ব্যবধানে সর্বোচ্চ বিয়ের নতুন দুটি বিশ্বরেকর্ড গড়েন অংশগ্রহণকারীরা। ইতিপূর্বে ২০১৩ সালে ইয়েমেনে ৯৬৩ জুটির বিয়েই ছিল ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বিয়ের রেকর্ড।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্যমতে জানা যায়, ভারতের রাজস্থানের ওই অনুষ্ঠানে হিন্দু-মুসলিম উভয় রীতিতেই বিয়ের আয়োজন করা হয়। এই বিয়ে অনুষ্ঠানে আয়োজক ছিল শ্রী মহাবীর গোশালা কল্যাণ সংস্থা নামে একটি সংগঠন। মূলত সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের বিয়ে করতে সহযোগিতার লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এক তথ্যে জানা গেছে, গত ২৬ মে সকালে বারান শহরের উপকণ্ঠে অবস্থিত নির্ধারিত স্থানে জড়ো হতে থাকেন হবু বর-বধূরা। মাত্র ৬ ঘণ্টারও কম সময়ের মধ্যে তাদের সবার বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করা হয়।
হিন্দু জুটিগুলোর বিয়ে পড়াতে ডাকা হয় সংশ্লিষ্ট সম্প্রদায়ের পুরোহিতদের। আর মুসলিমদের বিয়ে পড়ান আশপাশের এলাকাগুলো থেকে আসা কাজীরা। অনুষ্ঠানস্থলে উপস্থিত সরকারি কর্মকর্তারা সব আচার-অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর প্রতিটি দম্পতিকে বিয়ের সনদ প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট ও কেন্দ্রীয় মন্ত্রী প্রমোদ জৈন ভায়া। তাদের কাছ থেকে আশীর্বাদের পাশাপাশি উপহারও পান নবদম্পতিরা।
এইসব উপহারের মধ্যে ছিলো নববধূর জন্য গহনা, আরামদায়ক ম্যাট্রেস, রান্নাঘরের কিছু জিনিসপত্র, টেলিভিশন, রেফ্রিজারেটর, কুলার এবং একটি ইন্ডাকশন কুকার।
বিয়ে শেষে এইসব নবদম্পতি এবং তাদের সঙ্গে আসা কয়েক হাজার অতিথির খাবারের জন্যেও ছিল বিশাল এক আয়োজন। সব মিলিয়ে এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।