দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এক শতাংশ ভোট এবং তাদের স্বাক্ষর নিতে না পারায় ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে আশরাফুল হোসেন আলম (হিরো আলম) মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন (ইসি)। এর বিরুদ্ধে ইসিতে আপিল করবেন বলে জানিয়েছেন আলোচিত ইউটিউবার হিরো আলম।
আবার ইসি আপিলেও ব্যর্থ হলে হাইকোর্ট রিট দায়ের করবেন বলেও জানিয়েছেন হিরো আলম। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের চেম্বারে সোমবার এইসব কথা জানান হিরো আলম।
হিরো আলম সোমবার বলেছেন, রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র বাতিল করেন। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করার প্রস্তুতি নিচ্ছি। মঙ্গলবার ইসিতে আপিল করবো। আপিলে যদি মনোনয়নপত্র ফিরে না পাই তাহলে হাইকোর্টেও রিট দায়ের করবো। মোট কথা নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত আইনি লড়াই চালিয়ে যাবো।
হিরো আলমের মনোনয়নপত্র বাতিল করেন ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা এবং ঢাকা জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মুনীর হোসাইন খান।
আগারগাঁওয়ের নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) মনোনয়নপত্র বাছাই শেষে তিনি জানান, যে কোনো সংসদীয় আসনে নির্বাচন করতে হলে এক শতাংশ ভোটারের নাম এবং স্বাক্ষর প্রয়োজন পড়ে। তবে এই এক শতাংশ ভোটারের স্বাক্ষর নিতে পারেননি হিরো আলম। রিটার্নিং কর্মকর্তার প্রতিনিধি দল সরেজমিন ঘুরে হিরো আলমের দেওয়া এক শতাংশ ভোটারের হদিসই পাননি। সে জন্যই তার মনোনয়ন বাতিল করা হয়।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।