দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রতিবছরের মতো এবার পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এনটিটি ঈদের বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে। আজ রয়েছে ঈদ উল আজহা’র ৪র্থ দিন (০২.০৭.২৩) অনুষ্ঠানসূচী।
ঈদ উল আজহা’র ৪র্থ দিন (০২.০৭.২৩)
০৮:০০ ধারাবাহিক নাটক: লিভিং লিজেন্ড। পর্ব ০৩। রচনা ও পরিচালনা: মাইদুল রাকিব।
০৮:৩০ কমেডি শো: রঙ্গ ব্যঙ্গ। প্রযোজনা: হাসান ইউসুফ খান। সঞ্চালক: আব্দুল কাদের ও হাসান মাসুদ। অংশগ্রহণে: অভিনেত্রী শখ, হাসো’র ৩ ও ৪ সিজনের শ্রেষ্ঠ বিজয়ীরা।
০৯:০০ একক নাটক: আমি কেন। গল্প: মাসুম রেজওয়ান। চিত্রনাট্য ও পরিচালনা: মেহেদী হাসান জনি। অভিনয়ে: জিয়াউল ফারুক অপূর্ব, তাসনিয়া ফারিন, শহীদুন্নবী, শারমিন ¯^াতী, রকি খান প্রমূখ।
১০:০৫ বাংলা ছায়াছবি: আশিকী। পরিচালনা: অশোক পাতি ও আব্দুল আজিজ। অভিনয়ে: অঙ্কুশ, নূসরাত ফারিয়া, অরিন্দম দত্ত, রজদাভ দত্ত, রেবেকা রউফ প্রমূখ।
০২:৩০ টেলিফিল্ম: বুক পকেটে জীবন। রচনা: আহমেদ তাওকীর। পরিচালনা: অনন্য ইমন। অভিনয়ে: তারিক আনাম খান, ইয়াশ রোহান, অলংকার চৌধুরী, পাপড়ি পায়েল, শিল্পী সরকার প্রমূখ।
০৫:১০ বিশেষ সঙ্গীতানুষ্ঠান: আমাদের গান। উপস্থাপনা: শান্তা জাহান। প্রযোজক: কাজী মোহাম্মদ মোস্তফা। শিল্পী: হৈমিন্তী রক্ষিত দাশ, রাজিব, লায়লা, মিলন মাহমুদ, সাদিয়া লিজা, ঝিলিক, সাগর বাউল, শফি মন্ডল, নিশি শ্রাবনী, আশিক, আলাউদ্দীন, অনন্যা আচার্য্য, প্রমি, রাফাত শাহরিয়ার, দীপা, সানজিদা রিমি, শারমিন আক্তার, আয়েশা জেবিন দীপা, দীপ্র, দূর্জয় বড়ুয়া প্রমূখ।
০৬:০৫ বিশেষ অনুষ্ঠান: নৃত্যযোগ। প্রযোজনা: হাসান ইউসুফ খান। পরিবেশনা: ওয়ার্দা রিহ্যাবের পরিচালনায় বিশ্বের পাঁচটি অঞ্চলের নৃত্য।
০৬:৪৫ ধারাবাহিক নাটক: লিভিং লিজেন্ড। পর্ব ০৪। রচনা ও পরিচালনা: মাইদুল রাকিব। অভিনয়ে: মারজুক রাসেল, চাষী আলম, হাসান মাসুদ, শহীদুল আলম সাচ্চু, মনিরা আক্তার মিঠু, শামীমা নাজনীন, মাহমুদুল ইসলাম মিঠু, ওয়ালিউল হক রুমি, মম মোর্শেদ, কাজী উজ্জ্বল, সেমন্তি সৌমি, ডন, নীলা ইসলাম, ববি, জেবা জান্নাত, শাকিলা পারভীন, সামান্তা পারভেজ প্রমূখ।
০৭:৫৫ একক নাটক: জামাই আতংক। রচনা: প্রীতি দত্ত। পরিচালনা: বিশ্বজিৎ দত্ত। অভিনয়ে: নিলয় আলমগীর, জান্নাতুল সামুইয়া হিমি, শেলী আহসান, আব্দুল্লাহ রানা, রিমু রেজা প্রমূখ।
০৯:৩০ একক নাটক: সুফিয়া। রচনা: মুনতাহা বৃত্তা। পরিচালনা: আলমগীর রুমান। অভিনয়ে: তাসনিয়া ফারিন, শাশ্বত দত্ত, সাবেরী আলম প্রমূখ।
১১:০৫ একক নাটক: সরদার সোলেমান। রচনা ও পরিচালনা: রুলীন রহমান। অভিনয়ে: মোশাররফ করিম, নীলাঞ্জনা নীলা প্রমূখ।
১২:২০ বিশেষ সঙ্গীতানুষ্ঠান: আমাদের গান। উপস্থাপনা: শান্তা জাহান। প্রযোজক: কাজী মোহাম্মদ মোস্তফা।