দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দুর্নীতি, নির্বাচনে জালিয়াতিসহ একাধিক অভিযোগে ৩৩ বছরের কারাদণ্ডের সাজা পেয়েছেন মিয়ানমারের নোবেলজয়ী নেত্রী অং সান সু চি, এবার সেই সাজা কমাতে আপিল করেছেন।
দুর্নীতি, নির্বাচনে জালিয়াতিসহ একাধিক অভিযোগে ৩৩ বছরের কারাদণ্ডের সাজা পেয়েছেন মিয়ানমারের নোবেলজয়ী নেত্রী অং সান সু চি, এবার সেই সাজা কমাতে আপিল করেছেন।
দেশটির সর্বোচ্চ আদালত সেই আপিলগুলো শুনছে। গতপরশু বুধবার তার সর্বশেষ শুনানি হয়েছে বলে সংশ্লিষ্ট মামলা সংক্রান্ত এক সূত্র এই খবর জানিয়েছে।
২০২১ সালে মিয়ানমারের সামরিক বাহিনী অভ্যুত্থানের মাধ্যমে দেশটির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর দেশটির নেত্রী সু চিকেও গ্রেফতার করে। তারপর তার বিরুদ্ধে ভোটে জালিয়াতি, দুর্নীতি, অবৈধ কর্মকাণ্ডে উসকানিসহ অসংখ্য অভিযোগে মামলা দায়ের করা হয়।
তবে বুধবারের আপিল শুনানিতে ৭৮ বছর বয়সী সু চি উপস্থিত ছিলেন না। তার পক্ষে আইনজীবীরা রাষ্ট্রীয় গোপনীয়তা আইনের লংঘন এবং নির্বাচনী জালিয়াতি মামলায় দেওয়া সাজার বিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন। সুপ্রিম কোর্ট আগামী দুই মাসের মধ্যে আপিলের রায় দেবে বলেও ধারণা করা হচ্ছে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।