মহাশুন্যে সবজি চাষাবাদ করবে নাসা

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ মহাশুন্যে চাষাবাদ সংবাদটি উদ্ভট শোনা গেলেও মহাকাশ গবেষণা সংস্থা নাসা মহাশুন্যে চাষাবাদ করার পরিকল্পনা হাতে নিয়েছে। মূলত গবেষণার স্বার্থে নাসার এই উদ্যোগ।


আদিকাল থেকেই মানুষ পৃথিবীতে নানা উদ্ভিদরাজি চাষাবাদ করে আসছে। উর্বর ভূমি এবং অনুকূল পরিবেশ এ চাষাবাদ করার পর বৈজ্ঞানিক কলা-কৌশল ব্যবহার করে অনুর্বর ভূমি এবং প্রতিকূল পরিবেশেও চাষাবাদ করার কৌশল উদ্ভাবন করেছে মানুষ। পৃথিবীর আবহাওয়া উদ্ভিদ জন্মানোর জন্য উপযোগি। এখানে সূর্যালোক এবং বায়ুমন্ডলের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে জন্মেছে নানা উদ্ভিদরাজি। কৃত্রিম পরিবেশ তৈরির মাধ্যমে বদ্ধ ঘরেও উদ্ভিদ চাষাবাদ করা সম্ভব হয়েছে। এর সব কিছু ছাপিয়ে নাসা মহাশুন্যে উদ্ভিদ চাষাবাদ করবে বলে জানিয়েছে। আন্তর্জাতিক স্পেস স্টেশন (আইএসএস) এ ভূপৃষ্ঠ থেকে ২৩০ মাইল উপরে গবেষণাটি শুরু হবে। শূন্য মাধ্যাকর্ষণ বল এবং কৃত্রিম আলোক পরিবেশে এই গবেষণাটি পরিচালিত হবে।

আইডিয়াটি প্রথম আসে মহাকাশচারী ডন পেট্টিট এর মাধ্যমে। ডন স্পেস স্টেশনে অবস্থানকালে ধুন্দল জাতের জুচিনি জন্মিয়েছিলেন। মহাশুন্যে এরকম উদ্ভিদ জন্মানোর ঘটনা নাসাকে মহাশুন্যে চাষাবাদ বিষয়ে উদ্বুদ্ধ করে।

নাসা এর প্রেক্ষিতে সিদ্ধান্ত নিয়েছে তাদের ভেজিটেবল প্রোডাকশন সিস্টেম VEGGIE আন্তর্জাতিক স্পেস স্টেশনে প্রেরণ করা হবে। প্রাথমিকভাবে ৬ টি লেটুস চারা জন্মানো হবে। ২৮ দিন গোলাপি আলোতে বড় হবার পর চারাগুলো পূর্ণাঙ্গ হবে। তবে, মহাকাশচারীরা এগুলো খেতে পারবেন না। এগুলো পৃথিবীতে প্রেরণ করা হবে। সবজিগুলোর মধ্যে ব্যাকটেরিয়া এবং পরিচ্ছন্নতা পরীক্ষা করে দেখা হবে।

ধারণা করা হচ্ছে, আন্তর্জাতিক স্পেস স্টেশনে খাবার পাঠানোর খরচ কমিয়ে আনার জন্য নাসা এই গবেষণা করছে। উল্লেখ্য, ১ পাউন্ড ওজনের সমপরিমাণ খাবার পৃথিবী থেকে স্পেস স্টেশনে পাঠাতে খরচ হয় ১০ হাজার ডলার। নাসা মনে করছে, স্পেস স্টেশনে সবজি চাষাবাদ মহাকাশচারীদের এক প্রকারের থেরাপি দিতে পারে। এটি পৃথিবী থেকে বিচ্ছিন্ন থাকার অনুভূতি কমাবে, পৃথিবীর সবুজকে কাছাকাছি রেখে স্মৃতিতে প্রশান্তি বয়ে আনবে। পরবর্তীতে নাসা মহাশুন্যে চাষাবাদ পরিকল্পনা আরো এগিয়ে নিয়ে যাবে এবং বিভিন্ন প্রজাতির সবজি চাষ ও রক্ষণাবেক্ষণ কিভাবে করা যায় তা নিয়ে বিজ্ঞানীরা পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন।

Related Post

তথ্যসূত্র: দি টেকজার্নাল

This post was last modified on সেপ্টেম্বর ১৭, ২০১৩ 5:36 অপরাহ্ন

এহ্‌তেশাম

Recent Posts

কুমড়াও সানস্ক্রিন হিসাবে কাজ করে: ত্বকের আর কী কী উপকার করে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ খিচুড়িই হোক বা নিরামিষ তরকারিই হোক, কুমড়া থাকলে আর কথায়…

% দিন আগে

হোয়াটসঅ্যাপ এবার নিজস্ব ফ্যাক্টচেকিং ব্যবস্থায় তাক লাগাতে চলেছে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ে বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং ও কলিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ।…

% দিন আগে

ড্রাই ফ্রুট্‌স ভিজিয়ে খাওয়া ভালো না কি শুকনো?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভিটামিন, ফাইবার কিংবা নানা ধরনের খনিজে ভরপুর হরেক রকম বাদাম,…

% দিন আগে

সর্বস্ব খুইয়ে পেট্রোলপাম্পেও কাজ করেছেন ঐশ্বরিয়ার এক সময়ের এই নায়ক!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সেই ৯০ দশকের মাঝামাঝির কথা। তামিল চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ সময় ছিল…

% দিন আগে

৪০ হাজার কেক, শ’তিনেক অতিথিকে দাওয়াত! ৬ বছরের পোষ্যের জন্মদিনে লক্ষ লক্ষ টাকা খরচ করলেন তরুণী!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রোজ়ের যখন বয়স মাত্র ৬ মাস বয়স, তখন তাকে বাড়ি…

% দিন আগে

গাজায় যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত: রবিবার হতে কার্যকর হবে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দীর্ঘ ১৫ মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসন থেকে মুক্তি পেতে…

% দিন আগে