২৪ ডিসেম্বর থেকে যেসব মোবাইলগুলোতে আর চলবে না হোয়াটসঅ্যাপ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দুশ্চিন্তায় রয়েছেন একাধিক হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী! কারণ হলো এই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি ঘোষণা করেছে যে, আগামী ২৪ অক্টোবর হতে অ্যান্ড্রয়েড ৪.১ বা তারও পুরোনো তথা ‘আউট ডেটেড’ ওএস সংস্করণ দ্বারা চালিত ফোনে অ্যাপ সাপোর্ট করবে না।

২৪ ডিসেম্বর থেকে যেসব মোবাইলগুলোতে আর চলবে না হোয়াটসঅ্যাপ 1২৪ ডিসেম্বর থেকে যেসব মোবাইলগুলোতে আর চলবে না হোয়াটসঅ্যাপ 1

এই ক্ষেত্রে মেটা মালিকানাধীন এই মেসেজিং অ্যাপটি, কোন কোন ডিভাইসের জন্য অ্যাপটি সাপোর্ট বন্ধ করতে চলেছে সেই তালিকাও প্রদান করা হয়েছে। এমতাবস্থায়, আপনার ব্যবহৃত মোবাইলটিও যদি এই তালিকায় সামিল হয়ে থাকে তবে লেটেস্ট ওএস ভার্সনে ডিভাইসকে আপগ্রেড করাতে হবে কিংবা নতুন একটি ফোন কিনতে হবে। না হলে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে কিংবা চ্যাটিং করার সুবিধা পাবেন না।

হোয়াটসঅ্যাপ

Related Post

আকস্মিক সাপোর্ট বন্ধ করার সিদ্ধান্ত সম্পর্কে হোয়াটসঅ্যাপ তাদের একটি সাম্প্রতিক FAQ নোটে জানিয়েছে যে- ‘অ্যাপ সাপোর্ট নিয়ে আমরা প্রতি বছর অন্যান্য প্রযুক্তিসংস্থাগুলোর মতো, কোন ডিভাইস এবং সফটওয়্যারগুলো সবচেয়ে পুরোনো ও সেগুলোর ইউজার সংখ্যা কতোটা কম তা যাচাই করে দেখি। এর পরই, পুরোনো ডিভাইসগুলোর একটি তালিকা তৈরি করা হয়।’ মূলত সংস্থাগুলো, বহু বছর আগে লঞ্চ হওয়া ফোনগুলোর জন্য লেটেস্ট অপারেটিং সিস্টেম কিংবা সিকিউরিটি প্যাচ রিলিজ করতে চায় না। যে কারণে হোয়াটসঅ্যাপ চালানোর জন্য প্রয়োজনীয় ফাংশনালিটির অভাব দেখা দেয় পুরোনো ওএস চালিত ডিভাইসগুলোতে। তাই এই সকল ফোনের জন্য অ্যাপ সাপোর্ট বন্ধ করা ছাড়া অন্য কোনো উপায়ও নেই উক্ত ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটির।

হোয়াটসঅ্যাপ তাদের সাম্প্রতিক নোটিসে আরও জানিয়েছে, অ্যাপ সাপোর্ট বন্ধ করার পূর্বে পুরোনো অপারেটিং সিস্টেম চালিত ফোন ব্যবহারকারীদের রিমাইন্ডারও পাঠানো হবে। যাতে তারা নিজেদের ডিভাইসের ওএস আপগ্রেড করে নিতে পারেন। অথবা নতুন ফোনে সুইচও করতে পারেন। কেনোনা অ্যাপ সাপোর্ট বন্ধ হওয়ার পর থেকে পুরোনো-সফ্টওয়্যারে রান করা অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ পরিচালনা কিংবা চ্যাটিং করা সম্ভবও হবে না।

হোয়াটসঅ্যাপ সাপোর্ট বন্ধ হবে যেসব সেটে

আগামী ২৪ অক্টোবর হতে যেসব ডিভাইসের জন্য হোয়াটসঅ্যাপ সাপোর্ট বন্ধ করে দেওয়া হবে, সেগুলোর তালিকা নিচে দেওয়া হলো:

Nexus 7, Samsung Galaxy Note 2, Samsung Galaxy S2, Samsung Galaxy Nexus, Samsung Galaxy Tab 10.1, Samsung Galaxy S, HTC One, HTC sensation, HTC Desire HD, Sony Xperia Z, Sony Xperia S2, Sony Ericsson Arc 3, Motorola Droid Razor, Motorola Zoom, LG Optimus G Pro, LG Optimus 2X, Asus E Pad Transformer, Acer Iconia Tab A5003 ।

আপনারা যদি নিজেদের ফোনটির চলমান ওএস ভার্সন সম্পর্কে না জেনেও থাকেন, তবে ডিভাইসের সেটিংস অপশনে গিয়ে সফটওয়্যার সংক্রান্ত তথ্য চেক করেও নিতে পারেন।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

This post was last modified on অক্টোবর ৯, ২০২৩ 11:31 পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

সমুদ্রের জলরাশির উত্থান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ২৬ মার্চ ২০২৫ খৃস্টাব্দ, ১২ চৈত্র ১৪৩১…

% দিন আগে

আজ সেই ভয়াল বিভীষিকাময় কালরাত্রি

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ১৯৭১ সালের ২৫ মার্চ কৃষ্ণপক্ষের রাত। উত্তাল দিন শেষে সন্ধ্যা…

% দিন আগে

দীর্ঘ ২৫ বছর পর নতুন ডিজাইনে বাজারে এলো নকিয়া ৩২১০

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এক সময়ের জনপ্রিয় ফিচার ফোন নকিয়া ৩২১০ নতুন রূপে আবারও…

% দিন আগে

ধুলোধোঁয়ায় হাঁচি থামতে চায় না? অ্যালার্জিক রাইনিটিস নিয়ন্ত্রণে রাখবেন কিভাবে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যালার্জিক রাইনাইটিস হতে ত্বকের অ্যালার্জিও হয়ে থাকে অনেকের। ত্বক শুষ্ক…

% দিন আগে

গল্প যখন শুধুই শোনাতে সীমাবদ্ধ থাকে না, তখন তা হয়ে যায় কাহিনী

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০২৫ সালের জানুয়ারিতে শুরু হওয়া কাহিনী স্টুডিও কোন রেগুলার প্রডাকশন…

% দিন আগে

সৌদি আরব হজ পালনে হাজীদের জন্য নতুন নিয়ম দিয়েছে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হাজীদের জন্য নতুন বাধ্যবাধকতা আরোপ করলো সৌদি আরব। এবার দেশটি…

% দিন আগে